AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ২৩ মে, ২০২৫, ৯ জ্যৈষ্ঠ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পবিপ্রবির কর্মচারি মোয়াজ্জেম হোসেনের অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা



পবিপ্রবির কর্মচারি মোয়াজ্জেম হোসেনের অশ্রুসিক্ত বিদায় সংবর্ধনা

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) বিজয়-২৪ হলের রান্নাঘরের দীর্ঘদিনের কর্মী মোঃ মোয়াজ্জেম হোসেনের পিআরএল (অবসর পূর্ব ছুটি) উপলক্ষে এক আবেগঘন বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়েছে।

১৯৮৪ সালে বিশ্ববিদ্যালয়ে যোগদান করা মোয়াজ্জেম হোসেন চার দশকেরও বেশি সময় ধরে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর অবসর উপলক্ষে বৃহস্পতিবার (২২ মে) সকালে উপাচার্যের দপ্তরে এক বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কাজী রফিকুল ইসলাম। তিনি বলেন, “মোয়াজ্জেম হোসেন নিছক একজন রান্নাঘরের কর্মী ছিলেন না—তিনি ছিলেন আমাদের বিশ্ববিদ্যালয় পরিবারের অবিচ্ছেদ্য অংশ। তাঁর নিষ্ঠা, সময়ানুবর্তিতা ও বিনয়ী আচরণ আমাদের সবার জন্য অনুকরণীয় উদাহরণ হয়ে থাকবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম হেমায়েত জাহান, রেজিস্ট্রার ও আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোঃ ইকতিয়ার উদ্দিন, আইন অনুষদের ডিন প্রফেসর মোঃ জামাল হোসেন, বিজয় ২৪ হলের প্রভোস্ট প্রফেসর ড. মোঃ মাসুদুর রহমান, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের সিনিয়র ডেপুটি ডিরেক্টর মোঃ মাহফুজুর রহমান সবুজ, ডেপুটি রেজিস্ট্রার ড. রাহাত মাহমুদ এবং মোঃ শাহজালালসহ বিশ্ববিদ্যালয় প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

কর্মচারীদের পক্ষ থেকে বক্তব্য দেন মোঃ মাহবুবুর রহমান, মোঃ মোশাররফ হোসেন, মোঃ মেসবাহ উদ্দিন ও মোঃ মাসুম বিল্লাহ। তাঁরা বলেন, “মোয়াজ্জেম ভাই ছিলেন আমাদের নির্ভরতার প্রতীক। কোনো দায়িত্ব পেলে তিনি কখনো না বলেননি। তাঁর আন্তরিকতা ও শ্রম আমাদের মনে চিরস্মরণীয় হয়ে থাকবে।”

বিদায়ী বক্তব্যে আবেগে কণ্ঠ রুদ্ধ হয়ে মোয়াজ্জেম হোসেন বলেন, “আমি কেবল আমার দায়িত্ব পালন করেছি। এই বিশ্ববিদ্যালয় ছিল আমার পরিবার। সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং দোয়া কামনা করছি—আল্লাহ যেন সবাইকে সুস্থ ও ভালো রাখেন।”

অনুষ্ঠান শেষে মোয়াজ্জেম হোসেনকে সম্মাননা স্মারক, জায়নামাজ, তসবিহ ও টুপি উপহার দেওয়া হয়। বিদায়ের মুহূর্তে উপস্থিত সবাই চোখের জল ধরে রাখতে পারেননি, আবেগঘন পরিবেশে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।

 

 


একুশে সংবাদ/ এ.জে
 

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!