যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৃহত্তর ঠাকুরগাঁও-পঞ্চগড় জেলা ছাত্র কল্যাণ সমিতির কার্যনির্বাহী পরিষদের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোঃ সাঈদ পারভেজ ও সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ফুড ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো: রিপন ইসলাম।
মঙ্গলবার (১২ ই আগস্ট) উপদেষ্টা মন্ডলীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ-সভাপতি পলাশচন্দ্র রায় ও মোঃ মনোয়ার হোসেন, যুগ্ন সাধারন সম্পাদক মোঃ আখতারুজ্জামান ও যুক্তি রায়, সাংগঠনিক সম্পাদক মোঃ রবিউল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক হিমেল চন্দ্র বর্মন, মোছা. সাথী আক্তার ও মোঃ সুমন আলী, প্রচার ও দপ্তর সম্পাদক অসীম চন্দ্র রায়, উপ-প্রচার সম্পাদক মোঃ রহমান ও মোহাম্মদ রেফাজ ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ আব্দুল মোতালেব, সংস্কৃতি বিষয়ক সম্পাদক ধীরাজ রায়, নারী বিষয়ক সম্পাদক জ্যোতি রায়, ক্রিড়া বিষয়ক সম্পাদক মোঃ লতিফুল্লাহ লাবিব, কার্যকারী সদস্য মোহাম্মদ মারুফ হাসান, শাহারিয়ার ফাহিম, আরিফুন নাহার অরনি, আরফি জান্নাত বৃষ্টি, তাহমিনা তন্বী, ফজলে বারী মিঠু, এছাড়াও সম্মানিত সদস্য বৃন্দ রয়েছেন, মোঃ দোলেনুর করিম, মোঃ কাবাতুল্লাহ, মোহাম্মদ মোস্তাকিম ফুয়াদ প্রধান, নাঈমুর রহমান প্রান্ত, এ বি রহমান ও মোঃ মেহেদী হাসান।
উপদেষ্টা পরিষদে রয়েছেন, রাজিব কান্তি রায় সহকারী অধ্যাপক নিউট্রেশন এন্ড ফুড টেকনোলজি বিভাগ, মোঃ আসাদুজ্জামান আসাদ সেকশন অফিসার (যবিপ্রবি), মোঃ জামাদুল ইসলাম, হ্যাচারী টেকনিশিয়ান (যবিপ্রবি)।
নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক মোঃ রিপন ইসলাম বলেন, আমাদের এই সংগঠনের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে, সুদূর ঠাকুরগাঁও পঞ্চগড় থেকে আগত যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শিক্ষার্থীদের সার্বিক সহযোগিতা নিশ্চিত করা। আমাদের সংগঠনের সকল শিক্ষার্থীর মধ্যে ভ্রাতৃত্ববোধ ও নৈতিক মূল্যবোধ নিশ্চিত করতে আমরা বদ্ধপরিকর। এছাড়া ক্যাম্পাসে বিভিন্ন প্রোগ্রামের আয়োজন যেমন নবীন বরণ, সিজনাল ফ্রুটস কার্নিভাল, শীত বস্ত্র বিতরণ এবং বৃক্ষ রোপন কর্মসূচির মত গুরুত্বপূর্ণ কাজে নিজেদের সম্পৃক্ত রাখা। আমাদের সংগঠনের যাবতীয় কার্যাবলী সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিউট্রিশন এন্ড ফুড টেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক জনাব রাজীব কান্তি রায় স্যার সর্বাত্মক সহযোগিতা করে যাচ্ছেন।ইনশাল্লাহ, আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব যথাযথ পালনে চেষ্টা করে যাবো।
একুশে সংবাদ/এ.জে