AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রংপুরে পদ্মরাগের ৬ বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ


Ekushey Sangbad
জেলা প্রতিনিধি,রংপুর
০৩:৪০ পিএম, ১৬ সেপ্টেম্বর, ২০২৫

রংপুরে পদ্মরাগের ৬ বগি লাইনচ্যুত, উত্তরবঙ্গের সঙ্গে ট্রেন চলাচল বন্ধ

রংপুরের পীরগাছা রেলস্টেশনের কাছে সান্তাহার থেকে লালমনিরহাটগামী পদ্মরাগ লোকাল ট্রেনের ছয়টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরবঙ্গের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, স্টেশনে প্রবেশের সময় বগিগুলো হঠাৎ লাইন থেকে ছিটকে যায়। তবে কোনো প্রাণহানি ঘটেনি। যাত্রীরা আতঙ্কিত হয়ে পড়লেও নিরাপদে নেমে যেতে সক্ষম হন।

রেলকর্মীদের প্রাথমিক ধারণা, স্লিপার সরে যাওয়ায় এ দুর্ঘটনা ঘটে। ট্রেনে তখন ৬ থেকে ৭ শ’ যাত্রী ছিলেন। খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করে। রেল কর্মকর্তারা জানিয়েছেন, দ্রুতই ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে।

লাইনচ্যুতির ঘটনায় যাত্রীদের ভোগান্তি চরমে পৌঁছায়। বিকল্প যোগাযোগের জন্য অনেকে বিভিন্ন স্থানে ছুটে যান। রেলওয়ে কর্তৃপক্ষ ঘটনাটি তদন্তে কমিটি গঠনের কথা জানিয়েছে।

পীরগাছা স্টেশনের মাস্টার জেনারুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

 


একুশে সংবাদ/ই.ট/এ.জে

Link copied!