AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫, ৩০ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জবি ক্যাম্পাসে মহালয়ার আয়োজন: থাকছে চণ্ডীপাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ


Ekushey Sangbad
সৃজন সাহা, জবি প্রতিনিধি
০৯:৩৯ পিএম, ১৪ সেপ্টেম্বর, ২০২৫

জবি ক্যাম্পাসে মহালয়ার আয়োজন: থাকছে চণ্ডীপাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রসাদ বিতরণ

আগামী ২১ সেপ্টেম্বর রোজ রবিবার, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শহীদ সাজিদ ভবনের নিচতলায় শুভ মহালয়া উপলক্ষে আয়োজিত হতে যাচ্ছে বিশেষ ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে থাকছে একাধিক বিশেষ আয়োজন।

মহালয়া হিন্দু ধর্মাবলম্বীদের জন্য দেবীপক্ষের সূচনা। দিনটিকে কেন্দ্র করে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতি বছর নানা আয়োজন করে থাকে। শুভ মহালয়া উপলক্ষে বরাবরের মতো এবারও ধর্মীয় অনুষ্ঠানের পাশাপাশি থাকছে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।

আয়োজক কমিটি জানিয়েছে, অনুষ্ঠানটি দুপুর ১ টা ৩০ মিনিটে মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে শুরু হবে এবং সন্ধ্যা ৬ টায় প্রসাদ বিতরণের মধ্য দিয়ে শেষ হবে। এদিন চণ্ডীপাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভা, মহিষাসুরমর্দিনীসহ একাধিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানটি আয়োজন করছেন জবির সনাতনী শিক্ষক-শিক্ষার্থী ও অতিথিবৃন্দ। আয়োজক কমিটি সবাইকে আন্তরিকভাবে আমন্ত্রণ জানিয়েছে এবং অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করতে সকলের উপস্থিতি কামনা করেছে।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!