ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) লালন শাহ হলের উদ্যোগে শতাধিক সুপারির চারা রোপণ করা হয়েছে। রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে হলের দক্ষিণ-পূর্ব পাশে এ কর্মসূচি পালন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হলের প্রভোস্ট অধ্যাপক ড. গাজী আরিফুজ্জামান খান, সহকারী রেজিস্ট্রার জিল্লুর রহমান, শাখা কর্মকর্তা খেজের আলী, কর্মচারী ফকির আলী, শামীম হোসেন, আব্দুল্লাহ মিঠু, মালি বকুল হোসেনসহ হলের আবাসিক শিক্ষার্থীরা।
প্রভোস্ট অধ্যাপক ড. গাজী আরিফুজ্জামান খান বলেন, “পরিবেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ গাছ। আমাদের ইকোসিস্টেমে ভারসাম্য রক্ষায় গাছের ভূমিকা অপরিসীম। এখন গাছ লাগানোর উপযুক্ত সময়। তাই পরিবেশের ভারসাম্য বজায় রাখতে আমরা আজ একশটির বেশি সুপারির চারা রোপণ করেছি।”
তিনি পরিবেশ রক্ষায় সবাইকে নিয়মিত বৃক্ষরোপণে অংশগ্রহণের আহ্বান জানান।
একুশে সংবাদ/এ.জে