AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ৩১ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাবি হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৩৯ প্রার্থী


Ekushey Sangbad
রাবি প্রতিনিধি
১১:৪১ এএম, ১৫ সেপ্টেম্বর, ২০২৫

রাবি হল সংসদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৩৯ প্রার্থী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হল সংসদ নির্বাচনে মোট ৩৯ জন প্রার্থী কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই নির্বাচিত হয়েছেন। রোববার (১৪ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের নির্বাচন কমিশন বিষয়টি নিশ্চিত করেছে।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের মধ্যে রয়েছেন— বিজয়-২৪ হলে ৩ জন, মন্নুজান হলে ১ জন, রোকেয়া হলে ৬ জন, তাপসী রাবেয়া হলে ৩ জন, বেগম খালেদা জিয়া হলে ১০ জন, রহমতুন্নেসা হলে ৯ জন এবং জুলাই-৩৬ হলে ৭ জন।

তবে রোকেয়া, রহমতুন্নেসা ও জুলাই-৩৬ হলে নির্বাহী সদস্য পদে প্রার্থী না থাকায় তিনটি পদ শূন্য থাকবে। প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক ড. মো. সেতাউর রহমান বলেন, “যে পদগুলো ফাঁকা রয়েছে, তা আর পূরণ করা সম্ভব নয়। ওই পদ ছাড়া সংসদ কার্যক্রম চলবে।”

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, এবারের রাকসু নির্বাচনে মোট ভোটার সংখ্যা ২৮ হাজার ৯০৫ জন। এর মধ্যে নারী ভোটার ১১ হাজার ৩০৫ এবং পুরুষ ভোটার ১৭ হাজার ৫৯৬ জন। রাকসুতে এবার ২৪৮ জন, সিনেটে ৫৮ জন এবং হল সংসদে প্রায় ৬০০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। রাকসুতে সহসভাপতি (ভিপি) পদে ১৮ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ১৪ জন এবং সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে ১৬ জন প্রার্থী হয়েছেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!