বিবিসি জানায়, লিনেটেহোলম নামে বিশালাকারের এই দ্বীপ ডেনমার্কের মূল ভূখণ্ডের সঙ্গে সংযুক্ত থাকবে। সড়কপথে, টানেল এবং মেট্রো লাইন স্থাপন করা হবে। এর মাধ্যমে মূল ভূখণ্ড থেকে সাধারণ মানুষরা সহজেই দ্বীপটিতে যেতে পারবেন।
ডেনমার্কের পার্লামেন্ট জানায়, এই বছরের শেষের দিকেই ১ বর্গমাইল (২.৬ বর্গকিলোমিটার) দীর্ঘ দ্বীপটির কাজ শুরু হবে।
আপনার মতামত লিখুন :