AB Bank
  • ঢাকা
  • সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫, ৯ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জাবিতে আন্তঃজেলা ছাত্র কল্যাণ সমিতি ক্রিকেট টুর্নামেন্টে রংপুর চ্যাম্পিয়ন


Ekushey Sangbad
জাবি প্রতিনিধি
০৪:০৬ পিএম, ২৪ নভেম্বর, ২০২৫

জাবিতে আন্তঃজেলা ছাত্র কল্যাণ সমিতি ক্রিকেট টুর্নামেন্টে রংপুর চ্যাম্পিয়ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আন্তঃজেলা ছাত্র কল্যাণ সমিতিদের শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট “The Association Showdown”-এ রংপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি চ্যাম্পিয়ন হয়েছে।

রোববার রাতে (২৩ নভেম্বর) ক্যাফেটেরিয়া সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রংপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি মানিকগঞ্জ জেলা সমিতিকে ৩ উইকেটে পরাজিত করে শিরোপা অর্জন করে।

প্রথমে ব্যাট করে মানিকগঞ্জ জেলা সমিতি নির্ধারিত ৮ ওভারে ২ উইকেট হারিয়ে ৮৫ রান সংগ্রহ করে। লক্ষ্য তাড়া করতে নেমে রংপুর জেলা ছাত্র কল্যাণ সমিতি ৩ উইকেট হারিয়ে ৮৬ রান তুলে জয় নিশ্চিত করে। রংপুরের তানভীর হাসান ইমন ৫২ রানের ইনিংস খেলে ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন।

রাজশাহী জেলা ছাত্রকল্যাণ সমিতির আয়োজনে প্রথমবারের মতো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জেলা সমিতির অংশগ্রহণে অনুষ্ঠিত হয় শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট “The Association Showdown”।

পরে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ। আরও উপস্থিত ছিলেন জাকসু ভিপি আব্দুর রশিদ জিতু, জিএস মাজহারুল ইসলামসহ জাকসুর নেতৃবৃন্দ ও বিভিন্ন জেলা সমিতির প্রতিনিধিরা।

 

একুশে সংবাদ//এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!