AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ১০ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

রাজাপুরে কৈবর্তখালি ব্লাড ডোনেশন ক্লাবের উদ্যোগে ভূমিকম্প সচেতনতা ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ



রাজাপুরে কৈবর্তখালি ব্লাড ডোনেশন ক্লাবের উদ্যোগে ভূমিকম্প সচেতনতা ক্যাম্পেইন ও লিফলেট বিতরণ

ঝালকাঠির রাজাপুরে উপজেলার অরাজনৈতিক, অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন কৈবর্তখালি ব্লাড ডোনেশন ক্লাবের উদ্যোগে ভূমিকম্পের আগে ও পরে করণীয় বিষয়ে সচেতনতা সৃষ্টি করতে একাধিক শিক্ষা প্রতিষ্ঠানে লিফলেট বিতরণ ও ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সারাদিন এই কার্যক্রম পরিচালনা করেন ডোনেশন ক্লাবের সদস্যরা।

সতর্কতা ও সচেতনতা ভূমিকম্পে ক্ষয়ক্ষতি কমানোর সবচেয়ে কার্যকর উপায়। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বড়কৈবর্তখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়, আকনেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, উত্তর বড়কৈবর্তখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোটকৈবর্তখালি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ফকিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয় ও গিয়াসউদ্দিন মুফতি হুজুর মাদ্রাসায় লিফলেট বিতরণ করা হয়।

এসময় প্রতিষ্ঠান প্রধানগণ উপস্থিত ছিলেন। সংগঠনের পক্ষে উপস্থিত ছিলেন কৈবর্তখালি ব্লাড ডোনেশন ক্লাবের সাধারণ সম্পাদক ফয়সাল গাজি, প্রচার সম্পাদক আলিপ, সদস্য জাকির হোসেন, নূরুল আমিন, নবীন এবং সংগঠনের আরও একাধিক সদস্য।

ক্যাম্পেইন শেষে ডোনেশন ক্লাবের কর্তৃপক্ষ বলেন, “আপনারা জানেন, আমাদের দেশে ভূমিকম্প নিয়ে জনমনে ব্যাপক আতঙ্ক বিরাজ করছে। এই আতঙ্ক থেকে মানুষকে সচেতন করা আমাদের কর্তব্য। আমাদের এই দেশ, এ দেশের মাটি ও মানুষকে ভালো রাখা আমাদের দায়িত্ব। সেই দায়বদ্ধতার প্রতিফলন হিসেবে কেবিডিসি আজকের লিফলেট বিতরণ ও সচেতনতা মূলক কার্যক্রম পরিচালনা করছে। আজ আমরা বড়কৈবর্তখালি, ছোটকৈবর্তখালি ও ফুলহার গ্রামের স্কুল ও মাদ্রাসাগুলোতে এই কার্যক্রম পরিচালনা করেছি। ভবিষ্যতে পর্যায়ক্রমে রাজাপুর উপজেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের কার্যক্রম চালিয়ে যাব।”

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!