AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০৬ নভেম্বর, ২০২৫, ২১ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বোস্টন ভিত্তিক সিডিং  ল্যাবস উদ্বোধন


Ekushey Sangbad
সিকৃবি প্রতিনিধি
০৩:৩৯ পিএম, ৬ নভেম্বর, ২০২৫

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে বোস্টন ভিত্তিক সিডিং  ল্যাবস উদ্বোধন

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন আন্তর্জাতিক মানের ল্যাবরেটরি উদ্বোধন করা হয়েছে। উন্নতমানের যন্ত্রপাতি সমৃদ্ধ এই ল্যাব ব্যাবহার করে শিক্ষক শিক্ষার্থীরা মানসম্মত গবেষণার সুযোগ পাবেন।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) সকাল দশটায় ভেটেরিনারি অনুষদ ভবন-০২ এর তৃতীয় তলায় অবস্থিত ল্যাবটির উদ্বোধন করেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলিমুল ইসলাম। বোস্টন-ভিত্তিক অলাভজনক সংস্থা সিডিং ল্যাবস (Seeding Labs) এর অর্থায়নে স্থাপিত এই ল্যাবটিতে রয়েছে ফ্লো সাইটোমিটার, পিসিআর, ইলেক্ট্রোফোরেসিস সিস্টেম, স্পেকট্রোমিটার ও মাইক্রোপ্লেট রিডার, অটোক্লেভ ও বায়োসেফটি ক্যাবিনেট প্রভৃতি মূল্যবান ও আধুনিক যন্ত্রপাতি।

ভেটেরিনারি অনুষদের ডেইরি সাইন্স বিভাগের আওতাধীন ল্যাবটির সার্বিক তত্ত্বাবধানে আছেন বিভাগটির বিভাগীয় প্রধান প্রফেসর ড. ফেরদৌস মোঃ আলতাফ হোসেন।  ল্যাবটিতে ডিএনএ ও আরএনএ বিশ্লেষণ, প্রোটিন গবেষণা এবং কোষীয় স্তরের অনুসন্ধান, বিভিন্ন ধরনের রোগ, যেমন পশুদের সংক্রামক রোগ , টিকা জনিত রোগ বা অন্যান্য স্থানীয় মহামারীর দ্রুত ও সঠিক শনাক্তকরণ ও গবেষণা পরিচালিত হবে। শিক্ষকদের পাশাপাশি স্নাতক ও স্নাতকোত্তরের শিক্ষার্থীরা তাদের গবেষণামূলক কাজের জন্য এই ল্যাবে কাজ করবে।

ল্যাবটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আলিমুল ইসলাম বলেন, আমি চাই এই ল্যাব যেন বিশ্ববিদ্যালয়ের সার্বিক কল্যাণের কাজে লাগে এবং  সবাই যেন গবেষণা করতে পারে। ল্যাবটি আজ থেকে ৩ বছর আগে উদ্বোধন হওয়া প্রয়োজন ছিলো। অনেক যন্ত্রপাতি পড়ে ছিলো। এটি কেন হয়েছে আমি জানিনা তবে আমার মনে হয় বিজ্ঞানের ক্ষেত্রে এসব রাজনীতি কিংবা অন্য কোনো বাঁধা আসা উচিত না। আজ থেকে ৩ বছর আগে যদি উদ্বোধন হতো তাহলে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় গবেষণায় অনেক বেশি এগিয়ে যেতে পারতো। এটার যথাযথ ব্যবহার এবং সবাই যেন এটি ব্যবহার করতে পারি সেই প্রত্যাশা রাখি।

এসময় আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষাতথ্য ও পরিসংখ্যান ব্যুরো (ব্যানবেইস) এর শিক্ষাখাতে উচ্চতর গবেষণা সহায়তা কর্মসূচি মনিটরিং কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. আবেদ চৌধুরী। এছাড়াও  বাংলাদেশ ফুড সেফটি অথরিটির সদস্য প্রফেসর ড. মোহাম্মদ শোয়েব, সিকৃবির রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) প্রফেসর ড. মোঃ আসাদ-উদ-দৌলা, ভেটেরিনারি অনুষদের ডিন প্রফেসর ড. এএসএম মাহবুব প্রমুখ উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!