ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় একাত্তর হলের ক্যান্টিনে আগুন লাগার ঘটনা ঘটেছে। সোমবার (২৪ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে হলের যমুনা ব্লকের পেছনে, জিয়া হলের পার্শ্ববর্তী এলাকায় আগুনের সূত্রপাত হয়। সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে ফায়ার সার্ভিস আগুন লাগার খবর পায়।
প্রত্যক্ষদর্শীদের প্রাথমিক ধারণা, গ্যাস লিকেজ থেকেই আগুনের সূত্রপাত হতে পারে। তবে ফায়ার সার্ভিস এখনো আগুনের মূল উৎস নিশ্চিত করতে পারেনি।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিসের সদস্যরা এসে নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করেন।
ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাফি আল ফারুক জানান, “বিজয় একাত্তর হলে আগুন লাগার খবর আমরা সন্ধ্যা ৬টা ১৩ মিনিটে পেয়েছি। চারটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশ্যে রওয়ানা হয়েছে। আমাদের কয়েকটি ইউনিট ঘটনাস্থলের খুব কাছেই অবস্থান করছে।”
তিনি আরও বলেন, আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো নির্ণয় করা যায়নি।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

