জামালপুরের সরিষাবাড়ীতে নদীর পানিতে ডুবে সাজ্জাদ আহম্মেদ লাদেন (২০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে পৌরসভার সাতপোয়া প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঝিনাই নদীতে এই ঘটনা ঘটে। নিহত যুবক সাতপোয়া উত্তরপাড়া গ্রামের সুলতান মাহমুদের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, লাদেন সকাল সাড়ে ৮টার দিকে বাড়ি থেকে বের হয়ে ঝিনাই নদীর পাড়ে যায়। হঠাৎ সে নদী সাঁতরে এক পাড় থেকে অন্য পাড়ে যাওয়ার চেষ্টা করে। মাঝ নদীতে সে হঠাৎ ডুবে যায়। পরে স্থানীয়রা তাকে ভাসতে দেখে মৃত অবস্থায় উদ্ধার করে।
নিহতের পিতা সুলতান মাহমুদ বলেন, “ছেলেটি মানসিকভাবে অসুস্থ ছিল। সে মৃগীরোগে আক্রান্ত ছিল। সকালে বাড়ি থেকে একাই বের হয়েছে। পরে জানতে পারি, নদীতে ডুবে মারা গেছে।”
এদিকে, সংবাদ পেয়ে সরিষাবাড়ী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

