পিরোজপুরে জুলাই স্মৃতিস্তম্ভে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। শনিবার ভোর রাতে কোনো এক সময় এ ঘটনা ঘটে। পরে সকাল ১১টায় স্থানীয়রা আগুন লাগার খবর পেয়ে পুলিশকে অবহিত করেন। পুলিশ ঘটনাস্থল থেকে আগুনে ব্যবহৃত পেট্রোল এবং কাপড় উদ্ধার করে।
এই ঘটনায় স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ এবং জুলাই যোদ্ধারা ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
ভক্সপপ: স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও জুলাই যোদ্ধারা।
ঘটনা জানাজানি হলে পুলিশ সুপার, জেলা প্রশাসক এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

