যশোরের বিনোদিয়া পার্কে প্রেমিক-প্রেমিকার বিষপানে আত্মহত্যার চেষ্টায় সাদিকুর রহমান (২৩) নামের এক প্রেমিকের মৃত্যু হয়েছে। শনিবার (১৫ নভেম্বর) দুপুর আনুমানিক সাড়ে ১২টায় এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, ঝিনাইদহের মহেশপুর উপজেলার সুন্দরপুর গ্রামের মনিরুল ইসলামের ছেলে সাদিকুর রহমান তার অজ্ঞাতনামা প্রেমিকাকে নিয়ে ঘুরতে যান যশোরের বিনোদিয়া পার্কে। সেখানে কোনো এক পর্যায়ে দু’জনই বিষ পান করেন।
বিষপানের পর তারা তীব্র যন্ত্রণায় ছটফট করতে থাকলে পার্কের দর্শনার্থীরা বিষয়টি লক্ষ্য করেন এবং কর্তৃপক্ষকে অবহিত করেন। পরে পার্ক কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে পাঠায়।
সদর হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা সাদিকুর রহমানকে দুপুর ১টা ২৫ মিনিটে মৃত ঘোষণা করেন। তার প্রেমিকা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ জানান।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

