ময়মনসিংহের নান্দাইলে ঐতিহ্যবাহী বীরকামট খালী গ্রামে নান্দাইল, ঈশ্বরগঞ্জ ও গৌরিপুর উপজেলার প্রায় ৬শতাধিক প্রবীণ-নবীন সদস্যের বংশীয় মিলন মেলা দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে।
`শেকরের শক্তি সম্পর্কের ভিত্তি, শেকর আমাদের গৌরব` এই শ্লোগানে বীরকামট খালী দক্ষিণ বাজারে আনন্দঘন পরিবেশে এবং স্মৃতি চারণের বিভিন্ন পর্বের মাধ্যমে বংশীয় মিলন মেলা অনুষ্ঠিত হয়। এতে গত ৪০০ বছর পূর্বের প্রজন্মের বংশধরদের প্রবীণ ও নবীন সদস্যরা মিলিত হন।
শনিবার (১৫ নভেম্বর) সকালে বীরকামট খালী গ্রামে বংশীয় প্রয়াত ব্যক্তিদের কবর জিয়ারত, রূহের মাগফিরাত কামনা ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আনুষ্ঠানিকতা শুরু হয়।
এতে নান্দাইল, ঈশ্বরগঞ্জ ও গৌরিপুর উপজেলায় স্থায়ীভাবে বসবাসকারী ৮টি গ্রামের প্রায় ৬শত বংশীয় সদস্য বীরকামট খালী দক্ষিণ বাজারে অনুষ্ঠানস্থলে উপস্থিত হন।
পবিত্র কোরআন তেলাওয়াতের পর ৪শ’ বছর পূর্ব থেকে প্রজন্মের পরিচিতি পর্ব ও আবেগঘন স্মৃতিচারণ পর্ব অনুষ্ঠিত হয়।
স্থানীয় বীরকামট খালী সরকার বাড়ির প্রবীণ ব্যক্তিত্ব, অনুষ্ঠানের পরিচালক মো. আব্দুল জলিল সরকারের সভাপতিত্বে এবং সোহাগ মিয়ার সঞ্চালনায় স্মৃতিচারণ পর্বে বক্তব্য রাখেন গৌরিপুর ভাঙামারী গ্রামের মোফাজ্জল, এডভোকেট রাইসুল ইসলাম, লক্ষিপুর গ্রামের সুমন মাস্টার, ঈশ্বরগঞ্জের মাঝের চর গ্রামের মোস্তফা কামাল, সাকুয়া গ্রামের আলিম উদ্দিন, এস আই আলামিন, বীরকামট খালী গ্রামের মাজহারুল ইসলাম মিলন মাস্টার, তাজুল ইসলাম মাস্টার, নুরুল ইসলাম মানিক, সোহরাব উদ্দিন, জুয়েল মিয়া প্রমুখ।
স্মৃতিচারণ শেষে বংশীয় মিলন মেলায় উপস্থিত সবার মাঝে দুপুরের খাবার পরিবেশন করা হয়।
মিলন মেলায় উপস্থিত এডভোকেট রাইসুল ইসলাম বলেন, "ঠিক কত বছর পরে সবাইকে কাছে পেলাম মনে নেই। আজ বংশীয় মিলন মেলায় সবাইকে কাছে পেয়ে আমরা আনন্দিত।"
এস আই আলামিন বলেন, "বংশীয় মিলন মেলায় এসে অনুভব করেছি আপনজনেরা কত কাছের, কত আপনজন।"
মাজহারুল ইসলাম মিলন মাস্টার বলেন, "বংশের সবাইকে নিয়ে মিলন মেলা উদযাপন করতে পেরে ধন্য মনে করছি।"
সভাপতি আব্দুল জলিল বলেন, "আজ আমাদের ৪শত বছরের বংশীয় মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে যোগদিয়ে অনুষ্ঠানকে সফল ও সার্থক করেছেন যারা, তাদের সবাইকে পরিবারের পক্ষ থেকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমাদের এই মিলন মেলা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

