AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোরেলগঞ্জে ৮৫ হাজার শিশু পাবে টাইফয়েড টিকা



মোরেলগঞ্জে ৮৫ হাজার শিশু পাবে টাইফয়েড টিকা

দেশের দক্ষিণাঞ্চলের উপকূলীয় উপজেলা বাগেরহাটের মোরেলগঞ্জে ৮৫ হাজার শিশুকে টাইফয়েডের টিকা দেওয়া হবে। এর মধ্যে অনলাইন ও অফলাইনে শিশুর রেজিস্ট্রেশন কার্যক্রম চলছে।

সারাদেশে পাঁচ কোটি শিশু-কিশোর টাইফয়েড টিকা পাবেন। এর ধারাবাহিকতায় প্রথমবারের মতো মোরেলগঞ্জ উপজেলায় সাড়ে ৮৫ হাজারের বেশি শিশু-কিশোরকে বিনামূল্যে টাইফয়েড টিকা দেওয়া হবে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যালয় সূত্রে জানা যায়, আগামী ১২ অক্টোবর থেকে পুরো উপজেলায় ৩৮৪টি কেন্দ্রে প্রায় ৮৪ হাজার শিশুকে টাইফয়েড জ্বর প্রতিরোধে বিনামূল্যে এক ডোজ করে টিকা দেওয়া হবে। এই টিকার আওতায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কিন্ডারগার্টেন, মাদ্রাসা ও এতিমখানাসহ সব শিক্ষা প্রতিষ্ঠানের প্লে থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা টিকা পাবেন।

৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী সব শিশুকেও এই টিকার আওতায় আনা হবে। টিকা পাওয়ার জন্য সরকারি নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে শিশুর নিবন্ধন করতে হবে। নিবন্ধনের পর টিকা কার্ড সংগ্রহ করে নির্দিষ্ট টিকা কেন্দ্রে গেলে শিশুরা টাইফয়েড জ্বর প্রতিরোধে টিকা পাবেন।

সদ্য যোগদানকৃত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামাল হোসেন মুফতি মুঠোফোনে জানান, “টাইফয়েড জ্বর থেকে শিশুদের রক্ষায় সারাদেশে শুরু হতে যাওয়া বিশেষ টিকাদান কর্মসূচির অংশ হিসেবে মোরেলগঞ্জেও ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামী ১২ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত মাসব্যাপী এই বিশেষ টিকাদান কর্মসূচি চলবে।”

জন্মনিবন্ধন না থাকলে টিকা পাওয়া নিয়ে প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, “অনলাইন রেজিস্ট্রেশনের সময় জন্মনিবন্ধন নম্বর প্রয়োজন হলেও যেসব শিশুর জন্মনিবন্ধন নেই, তারা টিকাদান কেন্দ্র ও বিদ্যালয়ের মাধ্যমে সংশ্লিষ্টদের সহায়তায় টিকা নিতে পারবে।”

মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ কামাল হোসেন মুফতি আরও বলেন, “বাংলাদেশের বৃহৎ একটি উপজেলা মোরেলগঞ্জ প্রাকৃতিক দুর্যোগপ্রবণ। এই উপজেলায় টাইফয়েড জ্বর একটি বড় জনস্বাস্থ্য সমস্যা, বিশেষ করে শিশুদের মধ্যে এর প্রাদুর্ভাব ও জটিলতা বেশি। এই রোগ থেকে সুরক্ষার জন্য টাইফয়েড কনজুগেট ভ্যাকসিন (টিসিভি) অত্যন্ত কার্যকর ও নিরাপদ। এটি এক ডোজের ইনজেকটেবল টিকা, যা শিশুকে দীর্ঘদিনের জন্য সুরক্ষা দেবে। উপজেলায় টিকাদানের জন্য সব ধরনের সরঞ্জাম ও জনবল প্রস্তুত রাখা হয়েছে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!