এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। ম্যাচের ১৩তম মিনিটেই চমৎকার এক ফ্রি-কিক থেকে দলকে লিড এনে দেন ইংলিশ প্রিমিয়ার লিগে খেলা মিডফিল্ডার হামজা দেওয়ান চৌধুরী। বক্সের বাইরে থেকে নেয়া তার কোণাকুণি শটটি হংকংয়ের এক ডিফেন্ডারের মাথায় লেগে গোলরক্ষককে পরাস্ত করে জালে জড়ায়।
হংকংয়ের গোলকিপার সর্বোচ্চ চেষ্টা করেও বল ঠেকাতে ব্যর্থ হন। বাংলাদেশের হয়ে এটি হামজার দ্বিতীয় গোল। এর আগে গত ৪ জুন ভুটানের বিপক্ষে প্রীতি ম্যাচে জামাল ভূঁইয়ার কর্নার থেকে হেডে গোল করেছিলেন তিনি। এবার ফ্রি-কিক থেকে জালের দেখা পেলেন এই মিডফিল্ডার।
ম্যাচের শুরু থেকেই হংকং আক্রমণাত্মক খেলার চেষ্টা করলেও গোলের সুযোগ তৈরি করতে পারেনি। বাংলাদেশের রক্ষণভাগ এখন পর্যন্ত বেশ দৃঢ়ভাবে খেলে যাচ্ছে।
একই গ্রুপে আজকের অন্য ম্যাচে সিঙ্গাপুর ভারতের সঙ্গে ড্র করেছে। ফলে সিঙ্গাপুর পাঁচ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে। হংকংকে হারাতে পারলে বাংলাদেশ চার পয়েন্ট নিয়ে গ্রুপ সেরার লড়াইয়ে থাকবে। আর ড্র করলেও এশিয়ান কাপে খেলার আশা গাণিতিকভাবে টিকে থাকবে।
একুশে সংবাদ/এ.জে