আফগানিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাটিংয়ে নেমে মাত্র ২২১ রানে গুটিয়ে গেছে বাংলাদেশ দল। ৪৮.৫ ওভারে অলআউট হয় তারা।
টপ অর্ডার ব্যাটারদের ব্যর্থতার দিনে দারুণ জুটি গড়েন মেহেদি হাসান মিরাজ ও তাওহিদ হৃদয়। দুজনে মিলে চতুর্থ উইকেট জুটিতে ১০১ রান যোগ করে তারা। তাদের ব্যাটে ভর করে শুরুর ধাক্কা সামলে ঘুরে দাঁড়িয়েছে দল।কিন্তু নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ২৫০ পেরোনো সম্ভব হয়নি।
মেহেদী হাসান মিরাজ খেলেছেন ৮৭ বলে ৬০ রানের ইনিংস। ৫টি চার ও ১টি ছক্কায় সাজানো তার ইনিংসটি ছিল দলের সর্বোচ্চ।
তোহিদ হৃদয় করেছেন ৮৭ বলে ৫৬ রান। এ ছাড়া ওপেনার সাইফ হাসান ২৬, তানজিদ হাসান তামিম, জাকের আলি ১০ রান করে করেন ও তানজিম হাসান সাকিব ১৭ রান যোগ করেন।
শেষ দিকে তানভীর ইসলাম ১১ রানোগ করেন বাকি ব্যাটারদের কেউই দুই অঙ্কে পৌঁছাতে পারেননি।
আফগানিস্তানের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন রশিদ খান। তিনি ১০ ওভারে ৩৮ রানে নিয়েছেন ৩ টি গুরুত্বপূর্ণ উইকেট।
আজমাতুল্লাহ ওমরজাই পেয়েছেন ৩ উইকেট, এএম গাজানফার পেয়েছেন ২ উইকেট, আর একটি উইকেট নিয়েছেন নঙ্গেয়ালিয়া খারোতে।
বাংলাদেশের ইনিংস থামে ৪৮.৫ ওভারে ২২১ রানে। আফগানিস্তানের লক্ষ্য এখন ২২২ রান।
একুশে সংবাদ/এ.জে