AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫, ২৪ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শেরপুরে ৩ লক্ষ ৮৩ হাজার শিশুকে দেওয়া হবে টাইফয়েড টিকা



শেরপুরে ৩ লক্ষ ৮৩ হাজার শিশুকে দেওয়া হবে টাইফয়েড টিকা

টাইফয়েড জ্বরের প্রাদুর্ভাব রোধে আগামী রোববার থেকে সম্প্রসারিত টিকাদান কর্মসূচির (ইপিআই) আওতায় দেশব্যাপী টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু হবে। এর অংশ হিসেবে শেরপুর জেলায় ৩ লাখ ৮৩ হাজার ১৯৪ জন শিশু ও শিক্ষার্থীকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানে ২ লাখ ৪২ হাজার ৬৩৪ জন শিক্ষার্থী এবং শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে ১ লাখ ৪০ হাজার ৭৫৬ জন শিশুকে টিকা দেওয়া হবে।

ভ্যাকসিন গ্রহণের জন্য এখন পর্যন্ত জেলায় ৫৮ শতাংশ নিবন্ধন সম্পন্ন হয়েছে। জেলায় শিক্ষা প্রতিষ্ঠানে ১ হাজার ৬৮০টি টিকা কেন্দ্র ও শিক্ষাকেন্দ্রের বাইরে আরও ১ হাজার ৩৫০টি টিকা কেন্দ্র থাকবে। আগামী ১২ অক্টোবর শুরু হয়ে আগামী ১৩ নভেম্বর পর্যন্ত মোট ১৮ কর্মদিবস এই টিকাদান কার্যক্রম চলবে।

জেলা সিভিল সার্জন ডা. মুহাম্মদ শাহীন বুধবার সন্ধ্যায় তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান। সম্মেলনের শুরুতে সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আহসান উল হাবীব হিমেল টাইফয়েড জ্বরের নেতিবাচক প্রভাব এবং এই রোগ প্রতিরোধে ভ্যাকসিনের গুরুত্ব ও ভূমিকা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সহযোগিতায় এ সম্মেলনের আয়োজন করা হয়। 

সংবাদ সম্মেলনে সিভিল সার্জন ডা. শাহীন বলেন, সরকারের নির্দেশনানুযায়ী শেরপুর জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত ১৫ বছরের কম বয়সী শিক্ষার্থীকে তাদের নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে টাইফয়েড টিকা দেওয়া হবে। এছাড়া শিক্ষা প্রতিষ্ঠান বহির্ভূত ৯ মাস থেকে ১৫ বছরের কম বয়সী শিশুদের বিদ্যমান ইপিআই কর্মসূচির আওতায় স্থায়ী ও অস্থায়ী টিকাদান কেন্দ্রে টিকা দেওয়া হবে।

সিভিল সার্জন মুহাম্মদ শাহীন আরো বলেন, টাইফয়েড জ্বর একটি প্রতিরোধযোগ্য সংক্রামক রোগ। শিশুদের সুরক্ষায় সরকার বিনা মূল্যে টাইফয়েড টিকা দেওয়ার উদ্যোগ নিয়েছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত এই টিকা সম্পূর্ণ নিরাপদ ও কার্যকর। সরকারের এই ক্যাম্পেইন শুধু শিশুদের জীবন রক্ষা নয় বরং দীর্ঘমেয়াদে টাইফয়েডজনিত অসুস্থতা ও মৃত্যুহার কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে শিক্ষা প্রতিষ্ঠান, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও ধর্মীয় ব্যক্তিত্বের পাশাপাশি গণমাধ্যমকর্মীদের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে শেরপুর প্রেসক্লাবের সভাপতি কাকন রেজা, কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল, সিনিয়র সাংবাদিক দেবাশীষ সাহা রায়সহ জেলায় কর্মরত অর্ধশতাধিক সাংবাদিক উপস্থিত ছিলেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!