AB Bank
  • ঢাকা
  • রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

দ্বিতীয় মহিলা কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:২৯ পিএম, ১৬ নভেম্বর, ২০২৫

দ্বিতীয় মহিলা কাবাডি বিশ্বকাপের ট্রফি উন্মোচন করলেন প্রধান উপদেষ্টা

দ্বিতীয় মহিলা কাবাডি বিশ্বকাপ-২০২৫ এর আনুষ্ঠানিক ট্রফি উন্মোচন করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। রোববার (১৬ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অংশগ্রহণকারী দেশগুলোর প্রতিনিধিদের উপস্থিতিতে ট্রফিটি উন্মোচন করা হয়।

আগামী ১৭ থেকে ২৪ নভেম্বর ঢাকার শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে প্রধান উপদেষ্টা ঢাকায় বিশ্বকাপ আয়োজনের তাৎপর্য তুলে ধরেন এবং একটি অন্তর্ভুক্তিমূলক, অনুপ্রেরণামূলক ও বিশ্বমানের প্রতিযোগিতা উপহার দেওয়ার বিষয়ে সরকারের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তিনি অংশগ্রহণকারী সব দলকে শুভেচ্ছা জানান এবং চ্যাম্পিয়নশিপ সফল করতে কাজ করা আয়োজক, ক্রীড়াবিদ ও সহযোগীদের ধন্যবাদ জানান।

২০২৫ সালের মহিলা কাবাডি বিশ্বকাপকে কেন্দ্র করে আট দিনব্যাপী তীব্র প্রতিযোগিতা, সাংস্কৃতিক বিনিময় এবং আন্তর্জাতিক ক্রীড়ামৈত্রী বিকশিত হবে। আয়োজক বাংলাদেশ কাবাডি ফেডারেশন জানিয়েছে, প্রস্তুতি ইতোমধ্যে চূড়ান্ত পর্যায়ে—সরবরাহ, নিরাপত্তা, দলীয় আবাসন ও দর্শক ব্যবস্থাপনায় নেওয়া হয়েছে ব্যাপক উদ্যোগ।

অংশগ্রহণকারী দেশগুলো হলো—বাংলাদেশ, চাইনিজ তাইপে, জার্মানি, ইরান, ভারত, কেনিয়া, নেপাল, পোল্যান্ড, থাইল্যান্ড, উগান্ডা ও জাঞ্জিবার।

অনুষ্ঠানে ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া বলেন, সরকার নারীদের প্রতিযোগিতামূলক খেলাধুলায় অংশগ্রহণ বাড়াতে সক্রিয়ভাবে কাজ করছে। তিনি উল্লেখ করেন, আন্তর্জাতিক অঙ্গনে ধারাবাহিক সাফল্যের মাধ্যমে বাংলাদেশের নারী ক্রীড়াবিদরা দেশের জন্য গর্ব বয়ে আনছেন, এবং তাদের উন্নতি ও সাফল্যের জন্য প্রয়োজনীয় সব সহায়তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ।

তিনি আরও বলেন, নারী ক্রীড়াবিদদের অর্জন নতুন প্রজন্মের জন্য শক্তিশালী অনুপ্রেরণার উৎস।

 

একুশে সংবাদ//এ.জে

Link copied!