AB Bank
  • ঢাকা
  • সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ২ অগ্রহায়ণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

যশোরে মাকে দেখতে এসে ছেলে হার্ট অ্যাটাকে নিহত


Ekushey Sangbad
ইয়ানুর রহমান, যশোর
০৬:৪৪ পিএম, ১৭ নভেম্বর, ২০২৫

যশোরে মাকে দেখতে এসে ছেলে হার্ট অ্যাটাকে নিহত

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ডাইনিং সহকারী সিমা ধর (৬৫) সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার খবর পেয়ে তাকে দেখতে হাসপাতালে আসেন তার ছেলে পলাশ ধর (৪৫)। তবে হাসপাতালে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি মারা যান। সোমবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে যশোর সদর উপজেলার চুড়ামনকাটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

সিমা ধর যশোর পৌরসভার বেজপাড়া এলাকার বাসিন্দা। দীর্ঘদিন ধরে যবিপ্রবির ডাইনিং সেকশনে দায়িত্ব পালন করছেন। কর্মস্থলের উদ্দেশ্যে বাড়ি থেকে সিএনজিচালিত অটোরিকশায় বের হয়ে চুড়ামনকাটিতে পৌঁছালে একটি অজ্ঞাতনামা অ্যাম্বুলেন্স তাদের বাহনকে ধাক্কা দেয়। এতে সিমা ধর গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে ভর্তি করেন।

খবর পেয়ে তার ছেলে পলাশ ধর হাসপাতালে ছুটে আসেন। মায়ের রক্তাক্ত অবস্থা দেখে তিনি হঠাৎ মাথা ঘুরে মেঝেতে পড়ে যান। জরুরি বিভাগে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে হার্ট অ্যাটাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতাল ও স্থানীয় সূত্রে জানা গেছে, যবিপ্রবির কর্মী সিমা ধরের এ দুর্ঘটনা ও তার ছেলের আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনও ঘটনাটি গভীরভাবে পর্যবেক্ষণ করছে।

 

একুশে সংবাদ//এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!