পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) কর্মকর্তা-কর্মচারীদের পেশাগত দক্ষতা উন্নয়নে “Workshop on Professional Development of Officers” শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ সেমিনার কক্ষে আয়োজিত এই কর্মশালা পরিচালনা করে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাস্যুরেন্স সেল (IQAC), পবিপ্রবি।
দিনব্যাপী এ কর্মশালায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। সকাল সাড়ে ৯টায় রেজিস্ট্রেশন শেষে ৯টা ৩০ মিনিটে শুরু হয় উদ্বোধনী সেশন। উদ্বোধনী সেশনে স্বাগত বক্তব্য রাখেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক (ইটিএল) অধ্যাপক ড. মো. আব্দুল মাসুদ।
কর্মশালার প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান এবং কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুল লতিফ ও সভাপতিত্ব করেন আইকিউএসি পরিচালক অধ্যাপক ড. মাহবুব রব্বানী।
অনুষ্ঠানের প্রধান অতিথি ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম তাঁর বক্তব্যে বলেন, “বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন নির্ভর করে দক্ষ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক প্রশাসনিক ব্যবস্থাপনার ওপর। পরিবর্তনশীল বৈশ্বিক প্রেক্ষাপটে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের শুধু নিয়মকানুন জানা যথেষ্ট নয়, প্রয়োজন আধুনিক প্রশাসনিক দক্ষতা, প্রযুক্তিগত সক্ষমতা, নথীর গোপনীয়তা, দূরদর্শী দৃষ্টিভঙ্গি এবং কম্পিউটারের দক্ষতা বাড়ানো দরকার। আজকের এই কর্মশালা সেই পরিবর্তনেরই অংশ। এ ধরনের প্রশিক্ষণ কর্মকর্তাদের কর্মদক্ষতা বাড়াবে এবং বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”
তিনি আরও বলেন,“পবিপ্রবিকে একটি বিশ্বমানের গবেষণা ও জ্ঞানচর্চার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে আমরা একসঙ্গে কাজ করছি। আমাদের প্রত্যেক কর্মকর্তা যদি তাদের নিজ নিজ দায়িত্ব নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে পালন করেন তবে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়ন আরো বেগবান হবে।” উপাচার্য কর্মশালার সফলতা কামনা করেন এবং আইকিউএসি-কে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।
অতিথিদের বক্তব্য শেষে, ১০টা ১৫ মিনিটে কর্মশালার মূল পর্ব শুরু হয়। সেশন মডারেটর ছিলেন আইকিউএসি-এর অতিরিক্ত পরিচালক (কিউএ) অধ্যাপক ড. নূর নবী। ১০টা ১৫ মিনিট থেকে দুপুর ১২টা পর্যন্ত মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি-এর ডেপুটি রেজিস্ট্রার মো. নুরুল ইসলাম সিদ্দিক।
তিনি “Meaningful Career at University” এবং “Working Effectively with Faculties” বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
দুপুর ১২টা থেকে ১টা পর্যন্ত “Office Management” বিষয়ক আলোচনা করেন পবিপ্রবির শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক ড. মো. আমিনুল ইসলাম টিটো। বিকাল ২টা ৩০ মিনিট থেকে “Professional Ethics” বিষয়ে বক্তব্য উপস্থাপন করেন আই-কিউএসির অতিরিক্ত পরিচালক ও সিএসই অনুষদের অধ্যাপক ড. মো. আব্দুল মাসুদ।
বিকাল ৩টা ৪৫ মিনিটে পুনরায় বক্তব্য রাখেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার মো. নুরুল ইসলাম সিদ্দিক।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রমকে আধুনিক, সময়োপযোগী ও দক্ষতাভিত্তিক করার লক্ষ্যে আয়োজিত এই কর্মশালাকে সফল বলে অভিহিত করেছেন অংশগ্রহণকারীরা। তারা মনে করেন, কর্মশালার আলোচনাগুলো পেশাগত দায়িত্ব পালনে নতুন দৃষ্টিভঙ্গি ও কর্মপরিকল্পনা তৈরিতে সহায়ক হবে।
একুশে সংবাদ/ এনআই



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

