জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পর পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবির আনন্দ মিছিল করেছে।
বিশ্ববিদ্যালয় শিবিরের সভাপতি জান্নাতিন নাঈমের উদ্যোগে সোমবার (১৭ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে মিছিল শুরু হয়ে প্রশাসনিক ভবনের সামনে গিয়ে শেষ হয়।
এসময় তারা “হাসিনার দিন শেষ, মিষ্টি খাবে বাংলাদেশ” এবং “এই মুহূর্তে খবর এলো, হাসিনার ফাঁসি হলো”—এ ধরনের স্লোগান দেন।
মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, “ফ্যাসিবাদী শেখ হাসিনা দেশের ছাত্র-জনতা ও সাধারণ মানুষের ওপর গুলি চালিয়ে হত্যাকাণ্ড করেছে। হাজার হাজার মানুষের ওপর জুলম, নির্যাতন ও হত্যাকাণ্ড চালিয়েছে। আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার ফাঁসির রায় ঘোষণা করা হয়েছে। দেশের মানুষ এ রায়ে সন্তুষ্ট। দ্রুত খুনি হাসিনাকে দেশে ফিরিয়ে এনে জনসম্মুখে এই রায় কার্যকর করার আহ্বান জানানো হলো।”
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

