জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মৃত্যুদণ্ডের সাজা দিয়ে রায় ঘোষণার পর ঢাকার ধামরাইয়ে শিক্ষার্থীরা আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছেন।
সোমবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার বারবাড়িয়া এলাকায় উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের নেতৃত্বে মিছিলটি অনুষ্ঠিত হয়।
মোজাম্মেল হক বলেন, “আমরা মনে করি, এই রায়ের মাধ্যমে ন্যায়বিচারের প্রতিফলন ঘটেছে। আমরা এ বিচার কার্যক্রমের সঙ্গে যুক্ত সবাইকে ধন্যবাদ জানাই। আমরা সেই মাহেন্দ্রক্ষণে দাঁড়িয়ে আছি, যার জন্য আমরা ১৫-১৬ বছর অপেক্ষা করেছি। আমরা শুধু এই রায়েই সন্তুষ্ট হবো না। অবিলম্বে শেখ হাসিনাকে দেশে এনে এ রায় কার্যকর করার জন্য সংশ্লিষ্টদের আহ্বান জানাচ্ছি।”
পরে মিছিলকারীরা সাধারণ জনগণের মধ্যে মিষ্টি বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা মাসুদ আল শাহীন, জাহাঙ্গীর আলম, স্বেচ্ছাসেবক দলের নেতা ইমান আলী, ছাত্রদল নেতা সিরাজুল ইসলামসহ আরও অনেকে। এতে বিএনপির অর্ধশতাধিক নেতাকর্মী অংশ নেন।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

