রোহিঙ্গা সমস্যা মোকাবিলায় বৈশ্বিক সহায়তা বৃদ্ধি এবং ন্যায্য সমাধানের পথ খুঁজে বের করা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।
স্থানীয় সময় সোমবার (২২ সেপ্টেম্বর) নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে আয়োজিত “সোশ্যাল বিজনেস, ইয়ুথ অ্যান্ড টেকনোলজি” শীর্ষক উচ্চ পর্যায়ের সাইড ইভেন্টে বক্তব্য রাখেন তিনি।
প্রধান উপদেষ্টা বলেন, বিশ্বজুড়ে জলবায়ু পরিবর্তন, বৈষম্য ও শান্তি সংকট মানবসভ্যতাকে বড় চ্যালেঞ্জের মুখে ফেলেছে। এ অবস্থায় এমন এক অর্থনৈতিক কাঠামো গড়ে তুলতে হবে, যা মানুষের কল্যাণ, সামাজিক ন্যায়বিচার এবং পরিবেশ রক্ষাকে অগ্রাধিকার দেবে।
তিনি আরও বলেন, “বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণের প্রস্তুতি নিচ্ছে। এর মধ্যেই আমরা ১৩ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছি। এখন যদি আন্তর্জাতিক সহায়তা কমে যায়, তবে পরিস্থিতি আরও জটিল হবে।”
ড. ইউনূস জোর দিয়ে বলেন, জাতিসংঘের বাজেট কমানোর পরিবর্তে রোহিঙ্গা সংকট সমাধান ও ন্যায্য উত্তরণের জন্য আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানোই এখন সময়ের দাবি।
এদিন বিকেলে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে পৌঁছান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা। সফরসঙ্গী হিসেবে ছিলেন সরকারের ছয়জন উপদেষ্টা এবং বিএনপি, জামায়াত ও এনসিপির শীর্ষ নেতারা।
একুশে সংবাদ/এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

