AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৫, ৮ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

মোটরসাইকেল দুর্ঘটনায় নিভে গেল রক্তযোদ্ধা আরাফাতের জীবন



মোটরসাইকেল দুর্ঘটনায় নিভে গেল রক্তযোদ্ধা আরাফাতের জীবন

অসংখ্য মানুষের জীবন বাঁচাতে নিয়মিত রক্তদান করে পরিচিত পাওয়া তরুণ রক্তযোদ্ধা ও জাকের পার্টি ছাত্রফ্রন্ট নেতা মো. আরাফাত মোল্লা (২৬) সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। তার অকাল মৃত্যুতে শোকে স্তব্ধ হয়ে পড়েছে গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাব এবং স্থানীয় জাকের পার্টি নেতাকর্মীরা।

মো. আরাফাত মোল্লা রাজবাড়ী জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। তিনি গোয়ালন্দ উপজেলার দেবগ্রাম ইউনিয়নের তেনাপচা গ্রামের মো. আবুল কালাম আজাদ মোল্লার ছেলে। পাশাপাশি তিনি গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাবের সক্রিয় সদস্য হিসেবে অসংখ্য রোগীর প্রাণ বাঁচাতে বহুবার রক্ত দিয়েছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে মাখন রায়ের পাড়া নতুন ব্রিজ এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন আরাফাত। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে ফরিদপুর মেডিকেল কলেজ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) ভোররাত ৩টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

শেষ খবর পাওয়া পর্যন্ত তার মরদেহ ঢাকা থেকে গ্রামের বাড়ির পথে রয়েছে।

আরাফাতের মৃত্যুতে গোয়ালন্দ ব্লাড ডোনার্স ক্লাব গভীর শোক প্রকাশ করেছে। ক্লাবের সাধারণ সম্পাদক মো. মাহফুজুর রহমান মিলন ও কোষাধ্যক্ষ মো. শফিক মন্ডল বলেন, “আরাফাত নিয়মিত রক্তদাতা হিসেবে অসংখ্য মানুষের জীবন বাঁচিয়েছেন। তার মতো একজন তরুণকে হারানো আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।”

একইভাবে রাজবাড়ী জেলা জাকের পার্টি ছাত্রফ্রন্টও তার মৃত্যুতে শোক ও সমবেদনা জানিয়েছে।

 

একুশে সংবাদ/রা.প্র/এ.জে

Link copied!