দেশের ১২ জেলার নিম্নাঞ্চল সাময়িকভাবে পানিতে তলিয়ে যাওয়ার আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। আগামী তিন দিনে এসব জেলার প্রধান নদীগুলোর পানি সতর্কসীমা ছুঁতে বা অতিক্রম করতে পারে।
রোববার (১৪ সেপ্টেম্বর) বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের জারি করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রংপুর বিভাগের ধরলা, তিস্তা ও দুধকুমার নদীর পানি সমতল ক্রমেই বাড়ছে। এতে লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রাম জেলার নদীপাড়ের নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এছাড়া সিলেট ও ময়মনসিংহ বিভাগের সুরমা, কুশিয়ারা, সারিগোয়াইন, সোমেশ্বরী, যাদুকাটা ও ভোগাই-কংস নদীর পানি সতর্কসীমায় প্রবাহিত হতে পারে। এতে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, ময়মনসিংহ, নেত্রকোনা ও শেরপুর জেলার নিচু এলাকা পানিতে ডোবার ঝুঁকিতে রয়েছে।
চট্টগ্রাম অঞ্চলের মুহুরী, সিলোনিয়া, ফেনী ও হালদা নদীর পানি বাড়তে পারে। ফলে ফেনী ও চট্টগ্রাম জেলার আশপাশের নিচু ভূমি সাময়িকভাবে প্লাবিত হতে পারে।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান জানান, “আজসহ পরবর্তী দুই দিন দেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এতে উজান থেকেও পানি নামতে পারে। তবে পানি বাড়লেও তা দ্রুতই কমে আসবে বলে ধারণা করা হচ্ছে।”
একুশে সংবাদ/এ.জে