AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

জবিতে দীপাবলি উপলক্ষে জোবায়েদের স্মরণে সহস্র মোমবাতি প্রজ্জ্বলন ও প্রার্থনাসভা


Ekushey Sangbad
সৃজন সাহা, জবি প্রতিনিধি
১০:০৫ এএম, ২১ অক্টোবর, ২০২৫

জবিতে দীপাবলি উপলক্ষে জোবায়েদের স্মরণে সহস্র মোমবাতি প্রজ্জ্বলন ও প্রার্থনাসভা

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সদ্য প্রয়াত শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জোবায়েদ হোসেন হত্যাকাণ্ডে পুরো বিশ্ববিদ্যালয়জুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পবিত্র দীপাবলির দিনে জোবায়েদের স্মরণে মোমবাতি প্রজ্জ্বলন ও প্রার্থনাসভার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীরা।

সোমবার (২০ অক্টোবর) দীপাবলির পবিত্র দিনে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ আয়োজন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জোবায়েদের আত্মার শান্তি কামনায় মোমবাতি প্রজ্জ্বলন করা হয় এবং হাতে মোমবাতি নিয়ে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মৌন পদযাত্রা করেন।

অনুষ্ঠানে প্রায় তিন শতাধিক সনাতনী ও অন্যান্য ধর্মাবলম্বী শিক্ষার্থী উপস্থিত ছিলেন। এতে অংশ নেন বিভিন্ন সনাতনী ও মানবাধিকার সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকবৃন্দ।

জবি রিপোর্টার্স ইউনিটির সাবেক সভাপতি অমৃত রায় বলেন, “জোবায়েদের মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মৌন পদযাত্রার মাধ্যমে আমরা সকল জবিয়ানদের কাছে শোকবার্তা পৌঁছে দিয়েছি।”

হিন্দু মহাজোটের সভাপতি অঙ্কন কর্মকার বলেন, “আমরা প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে আমাদের ভেতরের শক্তিকে জাগ্রত করতে চাই এবং জোবায়েদের আত্মার চিরশান্তি কামনা করি।”

এ সময় উপস্থিত বিভিন্ন সংগঠনের নেতাকর্মী ও সহপাঠীরা জোবায়েদের স্মৃতিচারণ করেন এবং তার সাথে কাটানো মুহূর্তগুলোর কথা তুলে ধরেন।

উল্লেখ্য, গত রোববার (১৯ অক্টোবর) বিকেলে রাজধানীর আরমানিটোলায় টিউশনিতে গিয়ে খুন হন পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী ও জবি ছাত্রদল আহ্বায়ক কমিটির সদস্য জোবায়েদ হোসেন।

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - ক্যাম্পাস

Link copied!