ঢাকায় মাদক মামলায় গ্রেপ্তার হওয়া এক আসামির বরিশালের উজিরপুরে গ্রামের বাড়ির তালাবদ্ধ ঘর থেকে বিদেশি তৈরি একটি পিস্তল উদ্ধার করেছে সেনাবাহিনী। সোমবার (২০ অক্টোবর) রাতে ম্যাগাজিনে তিন রাউন্ড গুলিসহ পিস্তলটি উদ্ধার করা হয় বলে উজিরপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুস সালাম নিশ্চিত করেছেন।
তিনি জানান, উপজেলার দক্ষিণ শোলক গ্রামের তালুকদার বাড়ির মৃত মোকসেদ হোসেনের ছেলে রফিক হাওলাদার মাদক মামলায় ঢাকায় গ্রেপ্তার হন। তার স্বীকারোক্তির ভিত্তিতে সেনাবাহিনী জানতে পারে, রফিকের গ্রামের বাড়ির নিজ ঘরে ট্রাংকের মধ্যে একটি পিস্তল লুকানো রয়েছে।
ওই তথ্যের ভিত্তিতে বরিশাল ক্যাডেট কলেজ ক্যাম্পের সেনাবাহিনীর একটি দল সোমবার রাতে রফিকের তালাবদ্ধ ঘরে অভিযান চালায়। পরে ট্রাংকের ভেতর থেকে ম্যাগাজিন ভর্তি তিন রাউন্ড গুলিসহ পিস্তলটি উদ্ধার করা হয়।
ওসি মো. আব্দুস সালাম আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র সেনাবাহিনীর হেফাজতে রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
একুশে সংবাদ/এ.জে