AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পার্বতীপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সম্পূর্ণ বন্ধ



পার্বতীপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সম্পূর্ণ বন্ধ

দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের সবগুলো ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। রবিবার (১৯ অক্টোবর) রাতে কেন্দ্রের একমাত্র সচল ১ নম্বর ইউনিটটিও অচল হয়ে পড়লে উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।

এর আগে গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল থেকে ৩ নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন ধরে অচল রয়েছে ২ নম্বর ইউনিটটি। ফলে বর্তমানে এই কেন্দ্র থেকে কোনো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না।

কেন্দ্র সূত্রে জানা গেছে, তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ৩ নম্বর ইউনিটের গর্ভনার ভালভ ও স্টিম সেন্সরের চারটি টারবাইন নষ্ট হয়ে যাওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে এর উৎপাদন বন্ধ হয়। অপরদিকে, রবিবার রাতে বয়লার টিউব ফেটে যাওয়ায় ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটের উৎপাদনও বন্ধ হয়ে যায়।

অন্যদিকে, ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২ নম্বর ইউনিটে ওভারহোলিংয়ের জন্য শাটডাউন চলছে। ফলে কেন্দ্রের তিনটি ইউনিটই বর্তমানে অচল অবস্থায় রয়েছে।

এ বিষয়ে যোগাযোগ করা হলে তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বন্ধ হয়ে যাওয়া ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩ নম্বর ইউনিট ও ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটের মেরামত কাজ চলছে। খুব শিগগিরই উৎপাদন পুনরায় চালু করা সম্ভব হবে।”

 

একুশে সংবাদ/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!