দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের সবগুলো ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় বিদ্যুৎ উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে গেছে। রবিবার (১৯ অক্টোবর) রাতে কেন্দ্রের একমাত্র সচল ১ নম্বর ইউনিটটিও অচল হয়ে পড়লে উৎপাদন সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়।
এর আগে গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল থেকে ৩ নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। দীর্ঘদিন ধরে অচল রয়েছে ২ নম্বর ইউনিটটি। ফলে বর্তমানে এই কেন্দ্র থেকে কোনো বিদ্যুৎ উৎপাদন হচ্ছে না।
কেন্দ্র সূত্রে জানা গেছে, তাপবিদ্যুৎ কেন্দ্রের ২৭৫ মেগাওয়াট উৎপাদন ক্ষমতাসম্পন্ন ৩ নম্বর ইউনিটের গর্ভনার ভালভ ও স্টিম সেন্সরের চারটি টারবাইন নষ্ট হয়ে যাওয়ায় বৃহস্পতিবার সকাল থেকে এর উৎপাদন বন্ধ হয়। অপরদিকে, রবিবার রাতে বয়লার টিউব ফেটে যাওয়ায় ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটের উৎপাদনও বন্ধ হয়ে যায়।
অন্যদিকে, ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ২ নম্বর ইউনিটে ওভারহোলিংয়ের জন্য শাটডাউন চলছে। ফলে কেন্দ্রের তিনটি ইউনিটই বর্তমানে অচল অবস্থায় রয়েছে।
এ বিষয়ে যোগাযোগ করা হলে তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “বন্ধ হয়ে যাওয়া ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩ নম্বর ইউনিট ও ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ১ নম্বর ইউনিটের মেরামত কাজ চলছে। খুব শিগগিরই উৎপাদন পুনরায় চালু করা সম্ভব হবে।”
একুশে সংবাদ/এ.জে