নাটোর-১ (লালপুর–বাগাতিপাড়া) আসনে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি) মনোনীত প্রার্থী এএসএম মোকাররেবুর রহমান নাসিম গণসংযোগ করেছেন।
শনিবার (১৫ নভেম্বর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নাসিম দুড়দুড়িয়া, আরবাব ও লালপুর ইউনিয়নের পাইকপাড়া বাজার, আটটিকা মোড়, বেরিলাবাড়ী, রঘুনাথপুর বাজার, সালামপুর বাজার, রামকৃষ্ণপুর ও রহিমপুর এলাকায় গণসংযোগ করেন।
এসময় তিনি বলেন, “দূর্নীতি ও সন্ত্রাসের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। ভোটারদের দল বা প্রতীক দেখে নয়, সৎ ও সাহসী ব্যক্তিকে দেখে ভোট দেওয়া উচিত। নির্বাচিত হলে কর্মসংস্থানের জন্য কলকারখানা প্রতিষ্ঠার উদ্যোগ নেব।”
এসময় এবি পার্টির নেতা আলহাজ্ব হাসমত আলী মারহাবা, আলহাজ্ব আব্দুল আজিজ প্রমুখ উপস্থিত ছিলেন।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

