AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

নকলায় জুলাই গণঅভ্যুত্থানে ২ শহিদের কবরে পুষ্পস্তবক অর্পণ


Ekushey Sangbad
নকলা, শেরপুর প্রতিনিধি
০৫:০৯ পিএম, ৫ আগস্ট, ২০২৫

নকলায় জুলাই গণঅভ্যুত্থানে ২ শহিদের কবরে পুষ্পস্তবক অর্পণ

শেরপুরের নকলায় ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে শহীদ হওয়া দুই শহিদের কবর জিয়ারত, পুষ্পস্তবক অর্পণ, মোনাজাত ও বৃক্ষরোপণের মধ্য দিয়ে দিবসটি পালন করেছে উপজেলা প্রশাসন।

মঙ্গলবার (৫ আগস্ট) সকালে চরঅষ্টধর ইউনিয়নের নারায়ণখোলা এলাকার চরবসন্তী গ্রামের শহীদ আব্দুল আজিজ (৩৬) এবং গনপদ্দি ইউনিয়নের চিথলিয়া গ্রামের শহীদ সফিক মিয়ার (৪০) কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়। শহিদদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত অনুষ্ঠিত হয় এবং কবরের পাশে ২টি করে বৃক্ষের চারা রোপণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন—উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার, নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হাবিবুর রহমান, ওসি (তদন্ত) আবুল কাশেম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. শাহরিয়ার মোরসালিন মেহেদী, প্রকৌশলী মো. সামছুল হক রাকিব, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. হাবিবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা মো. হামিদুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন জাহান, হিসাবরক্ষণ কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম। এছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি এস এম মাসুম, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি শরীফুল ইসলাম, গণপদ্দি ইউপি চেয়ারম্যান সামছুর রহমান আবুল, চরঅষ্টধর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান দুলাল উদ্দিনসহ শহিদ পরিবারের সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ।

শহীদ সফিকের বাবার নাম জুলহাস মিয়া। তিন ভাইবোনের মধ্যে সফিক ছিলেন মেঝো। তিনি নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকায় মিনা গার্মেন্টসে শ্রমিকের কাজ করতেন। বিবাহিত সফিক তিন কন্যাসন্তানের জনক ছিলেন। ২০২৪ সালের ৪ আগস্ট দুপুরে কাঁচপুর সেনপাড়া এলাকায় আন্দোলনের সময় পুলিশের গুলিতে তিনি নিহত হন। তার মরদেহ সেদিন রাতেই বাড়িতে আনা হয় এবং পরদিন পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

ভূমিহীন শহীদ সফিকের পরিবার দারিদ্র্যসীমার নিচে বসবাস করে। পিতা জুলহাস মিয়া মাছ বিক্রি করে সংসার চালাতেন। অসুস্থ হয়ে শয্যাশায়ী হলে পরিবার চালানোর দায়িত্ব নেয় সফিক। উপার্জনক্ষম একমাত্র সদস্যকে হারিয়ে পরিবারটি এখন চরম সংকটে আছে বলে জানান সফিকের পিতা।

অন্যদিকে শহীদ আব্দুল আজিজের পিতার নাম মৃত মোজাম্মেল হক। অবিবাহিত আজিজ জীবিকার তাগিদে ঢাকার উত্তরায় শ্রমিকের কাজ করতেন। ৫ আগস্ট সকালে আন্দোলনের সময় গুলিবিদ্ধ হলে স্থানীয়রা তাকে ঢাকা মেডিকেলে ভর্তি করে। সেখানে ৭ আগস্ট চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

 

একুশে সংবাদ/শে.প্র/এ.জে

Link copied!