জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিজয় র্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) বিকেলে রূপগঞ্জ উপজেলা বিএনপির আয়োজনে কাঞ্চন কালাদী বালুর মাঠে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দিপু বলেন, “এই দেশে যেন আর কোনো ফ্যাসিস্ট সরকারের জন্ম না হয়।”
তিনি বলেন, “বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে হাজার হাজার শহীদের রক্তের বিনিময়ে আজকের এই দিনে ফ্যাসিস্ট সরকারের পতন ঘটেছিল। আজ আমরা এমন একটি দেশ গড়তে চাই, যেখানে মানুষ নিজের মত প্রকাশ ও ভোটাধিকার প্রয়োগ করতে পারবে—এই লক্ষ্যেই আমাদের সংগ্রাম।”
তিনি আরও বলেন, “বিএনপি গণতন্ত্রে বিশ্বাসী দল। আমরা সন্ত্রাস, চাঁদাবাজি বা অরাজকতাকে প্রশ্রয় দিই না। অতীতে সরকারের পৃষ্ঠপোষকতায় যারা দলে ঢুকে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ন করেছে, তাদের বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।”
পথসভা শেষে তার নেতৃত্বে কাঞ্চন কালাদী বালুর মাঠ থেকে একটি বিজয় র্যালি বের হয়ে এশিয়ান হাইওয়ের কাঞ্চন সেতু এলাকায় গিয়ে শেষ হয়। র্যালিতে বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সভায় বক্তারা বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত কামনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন।
একুশে সংবাদ/না.প্র/এ.জে