AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৫ আগস্ট, ২০২৫, ২১ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বদলগাছীতে ঐতিহাসিক ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উদযাপনে বিজয় র‌্যালি


Ekushey Sangbad
ফিরোজ হোসেন, বদলগাছী, নওগাঁ
০৭:২৭ পিএম, ৫ আগস্ট, ২০২৫

বদলগাছীতে ঐতিহাসিক ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ উদযাপনে বিজয় র‌্যালি

আজ ৫ আগস্ট—বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের এক স্মরণীয় দিন, ঐতিহাসিক ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার অভূতপূর্ব গণআন্দোলনের মুখে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে দেশত্যাগে বাধ্য হন। দীর্ঘ সাড়ে ১৫ বছরের ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটে এই দিনে। ইতিহাসে দিনটি ‘৩৬ জুলাই’ নামে পরিচিতি পায়।

দিবসটি উপলক্ষে সরকারিভাবে ছুটি ঘোষণা করা হয় এবং দেশজুড়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (৫ আগস্ট) আওয়ামী ফ্যাসিবাদের পতন ও ছাত্র-জনতার বিজয়ের বর্ষপূর্তি উপলক্ষে নওগাঁর বদলগাছীতে এক বিশাল বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়। র‌্যালিটি বদলগাছী চারমাথা মোড় থেকে শুরু হয়ে উপজেলার আটটি ইউনিয়নের কয়েক হাজার নেতা-কর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণে উপজেলা বিএনপির সভাপতি ও নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের এমপি প্রার্থী ফজলে হুদা বাবলুর নেতৃত্বে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বদলগাছী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে এসে শেষ হয়।

পরে সংক্ষিপ্ত সমাবেশে কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সম্পাদক ও উপজেলা বিএনপির সভাপতি ফজলে হুদা বাবলু বলেন,“দেশনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়িত হলেই ‘জুলাই যুদ্ধ’ সার্থক হবে। ফ্যাসিবাদী হাসিনা আজ বিদেশে বসে এখনো ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে—এ কারণে আমাদের সর্বদা সতর্ক থাকতে হবে, যাতে বাংলার মাটিতে আর কোনো ফ্যাসিবাদ মাথাচাড়া দিয়ে উঠতে না পারে।”

সমাবেশে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদী চৌধুরী টিপু ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। বক্তারা বলেন,“জুলাই আন্দোলনের শহীদদের রক্তের বিনিময়ে আজকের এই স্বাধীনতা এসেছে। এই আন্দোলন আমাদের সামনে একটি নতুন বাংলাদেশের দিকনির্দেশনা দিয়েছে। আমরা শহীদ জিয়ার আদর্শে, তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ে তুলতে দৃঢ় প্রতিজ্ঞ।”

সমাবেশ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

 

একুশে সংবাদ/ন.প্র/এ.জে

সর্বোচ্চ পঠিত - সারাবাংলা

Link copied!