AB Bank
  • ঢাকা
  • বুধবার, ০১ অক্টোবর, ২০২৫, ১৬ আশ্বিন ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল


Ekushey Sangbad
ক্রীড়া প্রতিবেদক
১১:১০ এএম, ১ অক্টোবর, ২০২৫

বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে আলোচিত প্রার্থী সাবেক অধিনায়ক তামিম ইকবাল নিজের প্রার্থিতা প্রত্যাহার করেছেন। বিষয়টি একজন বিসিবি পরিচালক পদপ্রার্থী ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন।

বুধবার সকাল ১০টার দিকে মিরপুরে হাজির হন তামিম। উপস্থিতি নিয়ে গুঞ্জন ছিল, তিনি প্রার্থিতা প্রত্যাহার করতে আসেছেন, যা শেষ পর্যন্ত সত্যি প্রমাণিত হলো। তবে এখন পর্যন্ত তামিম নিজে সাংবাদিকদের সামনে এ নিয়ে কোনো মন্তব্য করেননি।

আজ দুপুর ১২টা পর্যন্ত ছিল প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। পরে দুপুর ২টায় চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। গুঞ্জন রয়েছে, তামিমের পাশাপাশি আরও কয়েকজন হেভিওয়েট প্রার্থীও নির্বাচন থেকে সরে দাঁড়াতে পারেন। জানা গেছে, তামিমের প্রার্থিতা প্রত্যাহারের দিনে সাঈদ ইব্রাহিম আহমেদ, ইসরাফিল খসরু, সৈয়দ বোরহানুল ইসলাম ও রফিকুল ইসলাম বাবু নির্বাচনে অংশ নিচ্ছেন না।

এর আগে মঙ্গলবার হাইকোর্ট বিতর্কিত ১৫টি ক্লাবের কাউন্সিলর বা প্রতিনিধির নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কার্যক্রম স্থগিত করেন। সাবেক বিসিবি সভাপতি ফারুক আহমেদের করা রিটের প্রাথমিক শুনানিতে বিচারপতি খিজির আহমেদ চৌধুরী ও বিচারপতি সৈয়দ হাসান যুবায়েরের বেঞ্চ এ আদেশ দেন।

আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে বিসিবি নির্বাচন। গঠনতন্ত্র অনুযায়ী পরিচালনা পর্ষদের নির্বাচন তিনটি ক্যাটাগরিতে হয়। জেলা ও বিভাগ থেকে ১০ জন, ঢাকা, চট্টগ্রাম ও খুলনা থেকে ২ জন করে এবং বরিশাল, সিলেট, রাজশাহী ও রংপুর থেকে একজন করে পরিচালক নির্বাচিত হবেন। ক্লাব ক্যাটাগরিতে ১২ জন ও বিশ্ববিদ্যালয়/সংস্থা ক্যাটাগরিতে একজন করে নির্বাচিত হবেন। নির্বাচিত ২৫ পরিচালক ভোটে সভাপতি নির্বাচিত করবেন।

 

একুশে সংবাদ/এ.জে 

Link copied!