বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে। আগামী দুই বছরের জন্য তিনি এই কমিটির দায়িত্ব পালন করবেন।
জাতীয় দলের হয়ে দীর্ঘ এক যুগের বেশি সময় প্রতিনিধিত্ব করেছেন আমিনুল। ক্যারিয়ারে বাংলাদেশের হয়ে ১৩টি টেস্ট ও ৩৯টি ওয়ানডে ম্যাচ খেলেছেন তিনি। দেশের ক্রিকেট ইতিহাসে প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানও তিনি। ২০০২ সালে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর কোচিংয়ের সঙ্গে যুক্ত হন।
এরপর থেকে প্রায় এক দশকেরও বেশি সময় ধরে আইসিসি ও এসিসির বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন বুলবুল। বিসিবির দায়িত্ব নেওয়ার আগে তিনি আইসিসির এশিয়া অঞ্চলের ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবে কাজ করেছেন।
একুশে সংবাদ/এ.জে