আগামী ৫ আগস্ট থেকে মাঠে গড়াচ্ছে যুক্তরাষ্ট্রের টি-টেন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট ‘পার সিক্সটি লিজেন্ডস লিগ’। এই আসরে ডেট্রয়েট ফ্যালকন্স দলের হয়ে মাঠে নামবেন বাংলাদেশের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান।
ড্রাফটের আগেই সরাসরি চুক্তিতে সাকিবকে দলে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। তাকে দলের ‘আইকন’ ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হয়েছে।
শুধু সাকিব নন, এই দলে আরও আট বাংলাদেশি ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে। সাকিবের মতো নাসির হোসেনকেও সরাসরি চুক্তিতে দলে টেনেছে ফ্যালকন্স। সবমিলিয়ে ৯ জন বাংলাদেশি খেলোয়াড় নিয়ে গঠিত হয়েছে দলটি, যার মালিকানাও বাংলাদেশিদের হাতে।
ডেট্রয়েট ফ্যালকন্সে বাংলাদেশের যেসব ক্রিকেটার আছেন:
সাকিব আল হাসান, নাসির হোসেন, রনি তালুকদার, নিহাদ উজ জামান, আল আমিন হোসেন, মোসাদ্দেক হোসেন সৈকত, কামরুল ইসলাম রাব্বি, আরিফুল হক এবং এনামুল হক জুনিয়র।
আন্তর্জাতিক ক্রিকেটারদের মধ্যে দলে আছেন:
দক্ষিণ আফ্রিকার ক্যামেরন ডেলপোর্ট, ভারতের রিশি ধাওয়ান ও শারদ লাম্বা, ওয়েস্ট ইন্ডিজের চন্দরপল হেমরাজ ও অ্যান্থনি ব্রাম্বলি এবং শ্রীলঙ্কার স্পিনার মালিন্দা পুষ্পাকুমারা।
টি-টেন ফরম্যাটে আয়োজিত এই লিগে অংশগ্রহণ নিশ্চিত করে ফ্যালকন্স একদিকে যেমন অভিজ্ঞতা আর তারকাবহুল স্কোয়াড গড়েছে, অন্যদিকে বেশ কিছু উদীয়মান বাংলাদেশি খেলোয়াড়দের জন্যও সুযোগ তৈরি করেছে আন্তর্জাতিক মঞ্চে নিজেকে প্রমাণ করার।
একুশে সংবাদ/এ.জে