খুলনায় একই পরিবারের তিনজনের—এক নারী ও দুই শিশুর—মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৬ নভেম্বর) রাতে মহানগরীর লবণচরা থানাধীন তালুকদার গলির একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।
নিহতরা হলেন—সাহিদুন্নেছা (৫৫) এবং তার নাতি মোস্তাকিম (৯) ও ফাতিহা আহম্মেদ (৮)।
লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানওয়ার হুসাইন মাসুম ঢাকা পোস্টকে জানান, সকালে শিশু দুটির বাবা-মা চাকরির কারণে তাদের নানির কাছে রেখে কাজে যান। সন্ধ্যায় বাসায় ফিরে দরজায় ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করেন। এ সময় ঘরের ভেতর সাহিদুন্নেছার মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়।
পরে পুলিশ পৌঁছে বাড়ির পাশের মুরগির ঘর থেকে দুই শিশুর মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।
ওসি বলেন, তিনজনের শরীরেই আঘাতের চিহ্ন রয়েছে এবং মরদেহগুলো শক্ত হয়ে গেছে। কারা এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত—এ বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তদন্তের পর বিস্তারিত জানা যাবে। মরদেহ সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে।
একুশে সংবাদ//এ.জে



একুশে সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

