গাজীপুরের কালীগঞ্জে ইমন (২২) নামে এক মাদকাসক্ত যুবককে দুই মাসের কারাদন্ণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২৮ মে) পৌর সভার দড়িসোম এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনরত অবস্থায় ইমনকে আটক করা হয়। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারায় দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়। এই দণ্ডাদেশ দেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ।
দণ্ডপ্রাাপ্ত ইমন পৌরসভার দড়িসোম এলাকার আব্দুল মালেকের পুত্র।
এ সময় ভ্রাম্যমাণ আদালতকে প্রসিকিউটর হিসেবে সহযোগিতা করেন কালীগঞ্জ থানার এ.এস.আই জামিল আহমেদ, বেঞ্চ সহকারী মো. আলামিন ভূইয়া।
একুশে সংবাদ / গা.প্র/এ.জে