২০০৮ সালের পর প্রথমবারের মতো বড় কোনো শিরোপার স্বাদ পেল টটেনহ্যাম হটস্পার। বুধবার (২১ মে) রাতে স্পেনের বিলবাওয়ে সান মামেস স্টেডিয়ামে ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে ১৭ বছরের শিরোপা খরা কাটিয়েছে ইংলিশ ক্লাবটি।
‘অল ইংলিশ’ এই ফাইনালে ম্যাচের একমাত্র গোলটি দলকে এনে দেয় কাঙ্ক্ষিত ট্রফি। একই সঙ্গে, ১৯৮৪ সালের পর এই প্রথম কোনো ইউরোপিয়ান শিরোপা জিতল টটেনহ্যাম। এনজে পোস্টেকোগ্লুর অধীনে এই জয় চ্যাম্পিয়ন্স লিগের টিকিটও নিশ্চিত করল ক্লাবটির।
অন্যদিকে, মৌসুমজুড়ে ইউরোপা লিগে অপরাজিত থেকে ফাইনালে পা রাখা ম্যানচেস্টার ইউনাইটেড শেষ পর্যন্ত শিরোপার কাছ থেকে খালি হাতে ফিরল। ম্যাচে একাধিক সুযোগ তৈরি করেও প্রতিপক্ষের জমাট রক্ষণভাগ ভেদ করতে ব্যর্থ হয় এরিক টেন হাগের দল।
প্রিমিয়ার লিগেও হতাশাজনক পারফরম্যান্সের কারণে আগামী মৌসুমে কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতায় দেখা যাবে না রেড ডেভিলসদের। শিরোপাহীন আরেকটি মৌসুমেই শেষ হলো তাদের অভিযান।
একুশে সংবাদ//এ.জে