AB Bank
  • ঢাকা
  • শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ১৪ ভাদ্র ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

শ্রীলঙ্কাকে ১৭৮ রানের টার্গেট দিল বাংলাদেশ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৯:১৩ পিএম, ১৩ জুলাই, ২০২৫

শ্রীলঙ্কাকে ১৭৮ রানের টার্গেট দিল বাংলাদেশ

প্রথম টি-টোয়েন্টিতে বাজেভাবে হারার পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ। রোববার (১৩ জুলাই) ডাম্বুলায় টস হেরে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কাকে ১৭৮ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে লিটন দাসের দল।

শুরুটা ছিল বাংলাদেশের জন্য হতাশার। ইনিংসের প্রথম ওভারেই লঙ্কান পেসার তুষারার বলে স্ট্যাম্প উপড়ে ফিরে যান ওপেনার পারভেজ হোসেন ইমন। তিন বল খেলে শূন্য রানে ফেরেন তিনি। পরের ওভারে বিনুরার শেষ বলে ব্যাটের কানায় লাগা শটে ক্যাচ দিয়ে ফিরেন আরেক ওপেনার তানজিদ হাসান তামিম। ৮ বল খেলে করেন মাত্র ৫ রান।

দ্রুত দুই উইকেট হারিয়ে বিপদে পড়লেও দলের হাল ধরেন তাওহীদ হৃদয় ও অধিনায়ক লিটন দাস। দু’জনের ব্যাটে চড়ে এগোতে থাকে বাংলাদেশের স্কোর। তবে ফিফটির আগেই থামতে হয় হৃদয়কে। ২ বাউন্ডারি ও ১ ছক্কায় ২৫ বলে করেন ৩১ রান। একই ওভারে ক্যাচ দিয়ে ফেরেন মেহেদী হাসান মিরাজও।

তবে এক প্রান্ত আগলে রেখে লড়াই চালিয়ে যান লিটন দাস। ১টি চার ও ৩টি ছক্কায় ৩৯ বলে তুলে নেন ফিফটি। তাকে সঙ্গ দেন শামীম হোসেন পাটোয়ারী। এই জুটির ব্যাটে ভর করে ১৮তম ওভারে ১৫০ রান পার করে টাইগাররা।

১৯তম ওভারে থিকসানার বলে বড় শট খেলতে গিয়ে আউট হন লিটন। ৫০ বল খেলে ৭৬ রান করেন তিনি। শেষ দিকে স্ট্রাইক পেতে গিয়ে রান আউট হয়ে ফেরেন শামীম। ২৭ বলে করেন ৪৮ রান।

শেষ পর্যন্ত নির্ধারিত ২০ ওভারে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ১৭৭ রান।

 

একুশে সংবাদ/এ.জে

Link copied!