রক্তাক্ত জুলাইয়ের পরবর্তী ছাত্র-জনতার গৌরবোজ্জ্বল ৫ আগস্ট ‘গণ-অভ্যুত্থান দিবস’ উপলক্ষে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের আয়োজনে একদিনব্যাপী হ্যান্ডবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৫ আগস্ট) রাজধানীর পল্টনে অবস্থিত জাতীয় হ্যান্ডবল স্টেডিয়ামে আয়োজিত এ প্রতিযোগিতায় তিনটি দল—লাল, নীল ও সবুজ অংশ নেয়। গ্রুপ পদ্ধতিতে অনুষ্ঠিত খেলাগুলোর মধ্যে থেকে গ্রুপ চ্যাম্পিয়ন হয় নীল দল এবং রানার্সআপ হয় লাল দল।
প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফাইনাল ম্যাচে নীল দল দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে লাল দলকে ৪০–৩২ গোল ব্যবধানে পরাজিত করে শিরোপা অর্জন করে।
খেলা শেষে বিজয়ী দলকে ট্রফি প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক মো. সালাউদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ খালেদ আনোয়ার, যুগ্ম সম্পাদক রাশিদা আফজালুন নেসাসহ ফেডারেশনের অ্যাডহক কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
একুশে সংবাদ/এ.জে