ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চান্দ্রা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও সাবেক বিএনপি নেতা খালেক মোল্লাকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিগত সময়ে স্বতন্ত্র সংসদ সদস্য নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী ছিলেন।
শুক্রবার (৮ আগস্ট) দুপুরে উপজেলার মালিগ্রাম এলাকা থেকে খালেক মোল্লাকে গ্রেপ্তার করা হয়। পরে বিস্ফোরক মামলায় তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
ভাঙ্গা থানার অফিসার ইনচার্জ আশরাফ হোসেন জানান, বিস্ফোরক মামলার পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার করে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে ঘারুয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আলিমুজ্জামান মধু জানান, খালেক মোল্লা দীর্ঘদিন বিএনপির চান্দ্রা ইউনিয়নের সভাপতি ছিলেন। ২০১৪ সালের পরে তিনি স্বতন্ত্র প্রার্থী নিক্সন চৌধুরীর সঙ্গে রাজনীতিতে যুক্ত হন।
একুশে সংবাদ/ফ.প্র/এ.জে