AB Bank
  • ঢাকা
  • শুক্রবার, ০৮ আগস্ট, ২০২৫, ২৪ শ্রাবণ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

পার্বত্য চট্টগ্রামের ১০০ বিদ্যালয়ে স্টারলিংক চালু করবে সরকার


Ekushey Sangbad
নিজস্ব প্রতিবেদক
০৬:৪১ পিএম, ৮ আগস্ট, ২০২৫

পার্বত্য চট্টগ্রামের ১০০ বিদ্যালয়ে স্টারলিংক চালু করবে সরকার

দুর্গম পাহাড়ি এলাকার শিক্ষার্থীদের ই-লার্নিং ও আধুনিক শিক্ষার সুযোগ পৌঁছে দিতে আগামী ছয় মাসের মধ্যে পার্বত্য চট্টগ্রামের (সিএইচটি) ১০০টি বিদ্যালয়ে স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট সংযোগ চালুর পরিকল্পনা নিয়েছে সরকার।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা জানিয়েছেন, এই উদ্যোগ পাহাড়ি অঞ্চলের শিক্ষাক্ষেত্রে প্রযুক্তিগত বিপ্লব ঘটাবে। অনলাইনের মাধ্যমে শিক্ষার্থীরা শহরের অভিজ্ঞ শিক্ষকদের ক্লাসে অংশ নেওয়ার সুযোগ পাবে, ফলে শিক্ষার মানে সমতা নিশ্চিত হবে।

তিনি বলেন, এ উদ্যোগ পাহাড়ি শিক্ষার্থীদের প্রযুক্তি-দক্ষ করে তুলবে, যা ভবিষ্যতে উচ্চশিক্ষা ও কর্মজীবনে সহায়ক হবে। পাশাপাশি মানসম্পন্ন শিক্ষা নিশ্চিত করতে ভালো স্কুল-কলেজ গড়ে তোলা জরুরি, কারণ “আমরা সবসময় কোটা পাবো না, প্রতিযোগিতায় নামতে হবে।”

সুপ্রদীপ চাকমা আরও জানান, স্যাটেলাইটভিত্তিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে উপজেলা ও জেলা পর্যায়ে হোস্টেল নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি পার্বত্য অঞ্চলে একটি প্রকৌশল কলেজ, নার্সিং কলেজ, হোস্টেল, অনাথালয় ও ছাত্রাবাস নির্মাণের উদ্যোগও হাতে নেওয়া হচ্ছে।

 

একুশে সংবাদ/চ.ট/এ.জে

Link copied!