AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

৭ বছর পর টেস্টে বাংলাদেশকে হারালো জিম্বাবুয়ে


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৫:৩৩ পিএম, ২৩ এপ্রিল, ২০২৫

৭ বছর পর টেস্টে বাংলাদেশকে হারালো জিম্বাবুয়ে

টেস্ট ক্রিকেটে দীর্ঘ বিরতির পর বাংলাদেশকে হারানোর স্বাদ পেল জিম্বাবুয়ে। সবশেষ ২০১৮ সালের ৩ নভেম্বর চট্টগ্রামে বাংলাদেশকে হারিয়েছিল আফ্রিকার এই দলটি। এরপর বহুবার মুখোমুখি হলেও জয়ের মুখ দেখা হয়নি। অবশেষে সিলেট টেস্টে ৩ উইকেটের নাটকীয় জয়ে সেই খরা কাটালো রোডেশিয়ানরা।

এই জয়ের মধ্য দিয়ে ৭ বছর বা ২৩৬৩ দিন পর টেস্টে টাইগারদের বিপক্ষে জয় পেল জিম্বাবুয়ে। সিরিজে ১-০ তে এগিয়ে গেছে সফরকারীরা।

জয়ের নায়ক পেসার ব্লেসিং মুজারাবানি। ম্যাচে দুই ইনিংস মিলিয়ে নিয়েছেন ৯ উইকেট—প্রথম ইনিংসে ৩টি, দ্বিতীয় ইনিংসে ৬টি। তার আগুনঝরা বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে মাত্র ২৫৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

প্রথমে ব্যাট করে বাংলাদেশ ১৯১ রানে অলআউট হয়। জবাবে জিম্বাবুয়ে করে ২৭৩ রান। দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ ২৫৫, ফলে জিম্বাবুয়ের লক্ষ্য দাঁড়ায় ১৭৩ রান। ৭ উইকেট হারিয়ে সেই লক্ষ্য ছুঁয়ে ফেলে সফরকারীরা।

চতুর্থ দিনের শুরুটা ছিল দুঃস্বপ্নের মতো। নির্ধারিত সময় সকাল ৯:৪৫ মিনিটে খেলা শুরু হওয়ার কথা থাকলেও রাতের বৃষ্টির কারণে তা পিছিয়ে শুরু হয় ১১টায়। শুরুতেই সাজঘরে ফিরে যান অধিনায়ক শান্ত (৬০)। এরপর ব্যাটিং বিপর্যয়ে পড়ে স্বাগতিকরা।

জাকের আলী একপ্রান্ত আগলে লড়াই চালিয়ে যান। ১১১ বলে ৫৮ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন তিনি। কিন্তু মুজারাবানির ধারালো স্পেলে একে একে ফিরতে থাকেন অন্যান্য ব্যাটাররা। শেষ পর্যন্ত ২৫৫ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

জিম্বাবুয়ের হয়ে মুজারাবানির ৬ উইকেট ছাড়াও ওলিংটন মাসাকাদজা নেন ২টি, ভিক্টর ন্যাচি ও রিচার্ড এনগারাভা নেন একটি করে উইকেট।

এই জয় শুধু টেস্ট ফরম্যাটেই নয়, সাম্প্রতিক বছরগুলোতে জিম্বাবুয়ের বড় একটি অর্জন। সাদা পোশাকে তারা সর্বশেষ জয় পেয়েছিল ২০২১ সালের মার্চে আফগানিস্তানের বিপক্ষে।

বিপরীতে, ঘরের মাঠে টেস্ট হার টাইগারদের জন্য বড় ধাক্কা। পারফরম্যান্সে ঘাটতি, ব্যাটিং ব্যর্থতা ও টেকসই পার্টনারশিপের অভাব স্পষ্ট হয়েছে এ ম্যাচে।

 

একুশে সংবাদ//আ.ট//এ.জে

Shwapno
Link copied!