নাটোরের লালপুরে সেনাবাহিনী, পুলিশ ও মৎস্য বিভাগের যৌথ অভিযানে গোপন সংবাদের ভিত্তিতে সিভিল প্রশাসনের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রায় ২ লাখ ৫০ হাজার টাকার নিষিদ্ধ চায়না রিং দুয়ারী জাল ও সূতি জাল জব্দ এবং ধ্বংস করা হয়েছে।
রবিবার (৩ আগস্ট) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত লালপুর উপজেলার পদ্মা নদীর তীরবর্তী লক্ষীপুর থেকে বিলমাড়িয়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
জানা যায়, পদ্মা নদীর তীরবর্তী লক্ষীপুর থেকে বিলমাড়িয়া এলাকায় নিষিদ্ধ চায়না রিং দুয়ারী ও সূতি জাল ব্যবহার করে পোনা মাছসহ বিভিন্ন প্রজাতির ছোট মাছ নিধন করা হচ্ছিল। এ সময় যৌথ বাহিনী অভিযান চালিয়ে ৩৫টি অবৈধ চায়না রিং দুয়ারী জাল এবং প্রায় ৮০০ মিটার দীর্ঘ সূতি জাল উদ্ধার করে। এসব জালের বাজারমূল্য আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকা।
পরে জব্দকৃত জাল সংশ্লিষ্ট মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে ঘটনাস্থলেই আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
মৎস্য বিভাগ ও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, জনস্বার্থে এ ধরনের যৌথ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
একুশে সংবাদ/না.প্র/এ.জে