AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫, ১৭ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

প্রতিভাবান ফুটবলারের তালিকায় বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০৩:১২ পিএম, ২০ মার্চ, ২০২৫

প্রতিভাবান ফুটবলারের তালিকায় বাংলাদেশি বংশোদ্ভূত সুলিভান

প্রতিবছর ‘নেক্সট জেনারেশন’ বা সেরা প্রতিভাবান তরুণ ফুটবলারের তালিকা প্রকাশ করে থাকে গোল ডটকম। ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যমটি এবার ২০০৬ সালের ১ জানুয়ারি বা এরপরে জন্ম নেওয়া ৫০ প্রতিভাবান ফুটবলারের তালিকা প্রকাশ করেছে। যে তালিকায় লামিনে ইয়ামাল, এন্ড্রিকে, পাও কুবার্সি, এস্তোভাও উইলিয়ানদের সঙ্গে জায়গা পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন ফুটবলার কাভান সুলিভান। 

মাত্র ১৫ বছর বয়সেই প্রতিভার স্মারক রেখে মেজর লিগ সকারের (এমএলএস) শীর্ষ পর্যায়ে খেলে ফেলেছেন সুলিভান। ফিলাডেলফিয়ার হয়ে লিওনেল মেসিদের ইন্টার মায়ামির বিপক্ষে ম্যাচের দলে ছিলেন তিনি। গত বছর এমএলএসে সবচেয়ে কম বয়সী ফুটবলার হিসেবে তার অভিষেক হয়। তরুণ এই মিডফিল্ডারকে সেরা প্রতিভার তালিকায় ৩০ নম্বরে রেখেছে গোল। এরই মধ্যে সুলিভানকে ‘ক্যাপ্টেন আমেরিকা’ ডাকতে শুরু করেছে মার্কিন ফুটবল ভক্তরা।

জানা গেছে, ২০০৯ সালের ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় জন্ম নেওয়া সুলিভান মায়ের সূত্রে জার্মান-বাংলাদেশি বংশোদ্ভূত। তার মায়ের নাম হেইকে। সুলিভানের নানীর নাম সুলতানা আলম। তিনি একজন বাংলাদেশি। তবে সুলিভানের বাবা-চাচারা পুরোদস্তুর মার্কিন ক্রীড়াবিদ পরিবার। সুলিভানের বাবা ব্রেন্ডন একজন সাবেক ফুটবলার। তার তিন চাচাও ফুটবলার। সুলিভানের মাও ছিলেন একজন পুরোদস্তুর ক্রীড়াবিদ।

সুলিভান এটাকিং মিডফিল্ডার হিসেবে খেলেন। সংবাদমাধ্যম বিভিন্ন সময়ে দাবি করেছে, তার সঙ্গে ম্যানচেস্টার সিটির অনানুষ্ঠানিক চুক্তি হয়ে আছে। বয়স ১৮ হলেই যোগ দেবেন প্রিমিয়ার লিগের দলটিতে। সব ঠিক থাকলে তরুণ এই ফুটবলার যুক্তরাষ্ট্র জাতীয় দলে খেলবেন দ্রুতই। সুযোগ পেয়ে যেতে পারেন ঘরের মাঠে ২০২৬ বিশ্বকাপ দলেও। 

নেক্সট জেনারেশন ফুটবলারের তালিকায় শীর্ষে আছেন বার্সা ফরোয়ার্ড লামিনে ইয়ামাল, দুইয়ে আছেন পালমেইরাসের এস্তেভাও। তিনে রাখা হয়েছে বার্সার পাও কুবার্সিকে। চারে পিএসজির জাইরি এমেরি ও পাঁচে আছেন রিয়ালের ব্রাজিলিয়ান স্ট্রাইকার এনড্রিকে। সেরা দশে আর্জেন্টিনার ক্লদিও এচেভেরি, ইতালির ফ্রাঙ্কো কামার্দা জায়গা পেয়েছেন। এছাড়া সেরা বিশে আছেন স্পোর্টিং সিপির ডিফেন্ডার কোয়েনদা, ফ্রান্সের মিডফিল্ডার আয়োব বুয়াদি, পর্তুগালের রদ্রিগো মোরা, ম্যানসিটির ব্রাজিলিয়ান ডিফেন্ডার ভিতর রেইস, আর্জেন্টিনার ফ্রাঙ্কো মাস্তানতুনো, ইকুয়েডরের কেন্ড্রি পেরেজরা।


একুশে সংবাদ/ এস কে

Shwapno
Link copied!