AB Bank
  • ঢাকা
  • বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫, ২৬ আষাঢ় ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

ভারত-নিউজিল্যান্ডের মহারণ আজ


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
১১:৪০ এএম, ৯ মার্চ, ২০২৫

ভারত-নিউজিল্যান্ডের মহারণ আজ

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির নবম আসরের ফাইনালে আজ মুখোমুখি হবে ভারত ও নিউজিল্যান্ড। টানা তৃতীয়বার ফাইনালে উঠা ভারতের লক্ষ্য শিরোপা পুনরুদ্ধার করা। অন্যদিকে ২৫ বছর ধরে চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিততে না পারার বন্ধ্যাত্ব ঘোচানোর চ্যালেঞ্জ নিউজিল্যান্ডের সামনে। আজ দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় দুপুর ৩টায় শুরু হবে ম্যাচটি।

২০১৩ সালে ইংল্যান্ডকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিল ভারত। ২০০২ সালে প্রথমবার শ্রীলঙ্কার সঙ্গে যুগ্ম চ্যাম্পিয়ন হয় তারা। তবে ২০১৭ সালের ফাইনালে পাকিস্তানের বিপক্ষে ১৮০ রানের বড় ব্যবধানে হেরে যায় টিম ইন্ডিয়া। এবার শিরোপা পুনরুদ্ধারের লক্ষ্য নিয়ে মাঠে নামবে রোহিত শর্মার দল।

২০০০ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জিতেছিল নিউজিল্যান্ড। সেই ফাইনালে ক্রিস কেয়ার্নসের দুর্দান্ত সেঞ্চুরিতে ভারতকে ৪ উইকেটে হারিয়েছিল তারা। ২০০৯ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে ফাইনালে হেরে রানার্স-আপ হয় কিউইরা।

এখন পর্যন্ত ওয়ানডেতে ১১৯ বার মুখোমুখি হয়েছে ভারত ও নিউজিল্যান্ড। এর মধ্যে ভারত জিতেছে ৬১ বার, নিউজিল্যান্ড ৫০ বার, ১ ম্যাচ টাই এবং ৭টি ম্যাচ পরিত্যক্ত হয়েছে। এদিকে, গ্র্যান্ড ফিনালেতে ভারতের বড় শক্তি দুবাইয়ের স্লো উইকেট। যে কন্ডিশনের ফায়দা নিয়ে ভারতীয় স্পিনার বরুন চক্রবর্তী হতে পারেন নিউজিল্যান্ডের জন্য সবচেয়ে বড় হুমকি।

তবে দুই ইনফর্ম ব্যাটার রাচিন রাবিন্দ্র ও কেন উইলিয়ামসন ফাইনালেও রান পেলে বড় স্কোর পাওয়াটা সহজ হবে ব্লাকক্যাপসদের। তবে কাঁধের চোটের কারণে ফাইনালে অনিশ্চিত কিউই পেসার ম্যাট হেনরি।

এছাড়াও, বৃষ্টিতে যদি ম্যাচটি ভেস্তে যায় তাহলে যৌথভাবে চ্যাম্পিয়ন হবে ভারত ও নিউজিল্যান্ড। যদি টাই হয়, তাহলে ফাইনাল ম্যাচ গড়াবে সুপার ওভারে। সুপার ওভারের খেলা ততক্ষণ চলবে যতক্ষণ না জয়ী দলকে পাওয়া যায়।

একুশে সংবাদ/ এস কে

Link copied!