হারারে স্পোর্টস ক্লাবে সিরিজ নির্ধারণী ম্যাচে আয়ারল্যান্ডকে ৯ উইকেটে পরাজিত করেছে জিম্বাবুয়ে। এই জয়ে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ নিজেদের করে নিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।
মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। শুরুটা ভালো হয়নি আইরিশদের। ওপেনার পল স্টার্লিং ১৭ রানেই সাজঘরে ফেরেন। এরপর অ্যান্ডি বালবির্নি (৬৪) ও হ্যারি টেক্টর (৫১) ফিফটি করে দলকে বিপর্যয় সামলাতে সাহায্য করেন।
এরপর লরকান টাকার ৬১ রানের ঝোড়ো ইনিংসে ভর করে ৫০ ওভারে ৬ উইকেটে ২৪০ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড।জিম্বাবুয়ের পক্ষে রিচার্ড এনগারাভা ও ট্রেভর গোয়ান্ডু ২টি করে উইকেট তুলে নেন।
২৪১ রানের লক্ষ্য তাড়া করতে মাঠে নেমে জিম্বাবুয়েকে দুর্দান্ত সূচনা এনে দেন ব্রায়ান বেনেট ও বেন কারান। ১১৮ বলে ১২৪ রানের জুটির পর বেনেট (৪৮) রান করে আউট হলেও কারান দলের রানের চাকা এগিয়ে নিয়ে যান। পরে ক্রেগ এরভিনকে সঙ্গে নিয়ে জয় নিশ্চিত করেন তিনি।
কারান ১৩০ বল খেলে ১৪ চারসহ ১১৮ রানে অপরাজিত থাকেন। এরভিন ৫৯ বলে ৩ ছক্কা ও ৫ চারে ৬৯ রান করে দলের জয় নিশ্চিত করেন।
ম্যাচসেরার পুরস্কার জিতেছেন বেন কারান। ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে সিরিজ হারলেও সফরে একমাত্র টেস্ট জিতেছিল আয়ারল্যান্ড।
একুশে সংবাদ/ এস কে
আপনার মতামত লিখুন :