AB Bank
  • ঢাকা
  • মঙ্গলবার, ০৬ মে, ২০২৫, ২৩ বৈশাখ ১৪৩২

সরকার নিবন্ধিত নিউজ পোর্টাল

Ekushey Sangbad QR Code
BBS Cables
Janata Bank
  1. জাতীয়
  2. রাজনীতি
  3. সারাবাংলা
  4. আন্তর্জাতিক
  5. অর্থ-বাণিজ্য
  6. খেলাধুলা
  7. বিনোদন
  8. শিক্ষা
  9. তথ্য-প্রযুক্তি
  10. অপরাধ
  11. প্রবাস
  12. রাজধানী

টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ নারী ক্রিকেট দল


Ekushey Sangbad
স্পোর্টস ডেস্ক
০১:০০ পিএম, ১ ফেব্রুয়ারি, ২০২৫

টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হলো বাংলাদেশ নারী ক্রিকেট দল

ওয়েস্ট ইন্ডিজ সফরে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে ঘুরে দাঁড়ানোর পরিকল্পনা ছিল জ্যোতিদের।কিন্তু সেখানেও ব্যর্থ হয়েছে বাংলাদেশ নারী ক্রিকেট দল।টি-টোয়েন্টিতে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতে সিরিজ আগেই নিশ্চিত করে স্বাগতিকরা। শেষ ম্যাচে টাইগ্রেসদের ৫ উইকেটে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। 

শুক্রবার (৩১ জানুয়ারি) রাতে আগে ব্যাট করতে নেমে ক্যারিবিয়ানদের ১০৫ রানের সহজ লক্ষ্য দিয়েছিল টাইগ্রেসরা। জবাব দিতে নেমে ৯ বল এবং ৫ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় স্বাগতিকরা।

সহজ লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ওয়েস্ট ইন্ডিজের। সুলতানা খাতুন ও ফাহিমা খাতুন দুটি করে উইকেট নিয়ে কিছুটা চাপে রেখেছিলেন। ৬১ রানে পাঁচ উইকেট তুলে নিয়েছিল বাংলাদেশ।তবে শাবিকা মাংরু ও জাইদা জেমসের ব্যাটে জয় নিশ্চিত করে স্বাগতিকরা। দলের পক্ষে সর্বোচ্চ ২৭ রান করেন শাবিকা। ২৫ বলে ২টি চারের সাহায্যে ২৭ রান করেন তিনি। ২৮ বলে ২৫ রান করেন জেনিলিয়া।

এর আগে, টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ওপেনিংয়ে ২৪ রানের জুটি গড়েন দিলারা আক্তার ও মুর্শিদা খাতুন। যা ইনিংসের সর্বোচ্চ। ভালো কোনো জুটি না হয়নি, এমনকি কোনো ব্যাটারও ব্যক্তিগতভাবেও দায়িত্ব নিতে পারেননি। ফলে সাদামাটা স্কোর নিয়েই সন্তুষ্ট থাকতে হয় তাদের।

দলের পক্ষে সর্বোচ্চ ৩৩ রান করেন অধিনায়ক নিগার সুলতানা। ৪৩ বলে ২টি চারের সাহায্যে এই রান করেন তিনি। দিলারা করেন ২১ রান। এ ছাড়া মুর্শিদা (১৩) ও তাজ নেহাররের ১০ রানে ভর করে ১০৪ রানের লড়াকু পুঁজি পায় বাংলাদেশ।


একুশে সংবাদ/ এস কে

Shwapno
Link copied!